ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সুপার লিগের ছয় দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ৯, ২০১৬
সুপার লিগের ছয় দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে নিশ্চিত হয়েছে ছয়টি দলের সুপার লিগের টিকিট। প্রথম রাউন্ড থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে ছয়টি শীর্ষ দল সুপার লিগে খেলা নিশ্চিত করেছে।

 

সুপার লিগের টিকিটি কেটেছে মমিনুল হকের ভিক্টোরিয়া, মুশফিকুর রহিমের, মোহামেডান, নাসির হোসেনের প্রাইম দোলেশ্বর, তামিম-সাকিবের আবাহনী, সৌম্য সরকারের লিজেন্ডস অব রূপগঞ্জ আর সাব্বির রহমানের প্রাইম ব্যাংক।

 

বৃহস্পতিবার (০৯ জুন) একাদশ রাউন্ডের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পেয়েছে মমিনুল হক, আল আমিন, সোহরাওয়ার্দি শুভ, ধীমান ঘোষ, এনামুল হক জুনিয়র আর কামরুল ইসলাম রাব্বিদের নিয়ে সাজানো ভিক্টোরিয়া। দলটি সর্বোচ্চ সাত ম্যাচ জয়ের পাশাপাশি তিনটি পরাজয় আর একটি টাই ম্যাচের স্বাদ নিয়েছে।

পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে মুশফিকের মোহামেডান। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। এর পরের তিনটি  স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর, আবাহনী এবং রূপগঞ্জ। এই চারটি দলই সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। মোহামেডান, দোলেশ্বর আর আবাহনী সাতটি জয় আর চারটি পরাজয়ের স্বাদ পায়। আর রূপগঞ্জ ছয়টি জয়, তিনটি পরাজয়, একটি টাই ম্যাচের স্বাদ পেলেও তাদের শেষ রাউন্ডের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সুপার সিক্সের লড়াইয়ে ওঠার জন্য প্রাইম ব্যাংককে তাকিয়ে থাকতে হয়েছিল শেষ দিনের ম্যাচের উপর। ভিক্টোরিয়ার বিপক্ষে গাজী হেরে যাওয়ায় সুযোগ মেলে ১২ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংকের। ৬ জয় আর ৫ পরাজয়ের স্বাদ নিয়েছে সাব্বির রহমানের দলটি।

শেষ চার রাউন্ডে টানা জয় পাওয়া কলাবাগান ক্রীড়া চক্রেরও খেলা হবে না সুপার সিক্সে। মাশরাফি বিন মুর্তজার দল বাদ পড়েছে ‘হেড টু হেড’ এর হিসাব-নিকাশে। তাদের পয়েন্ট ১২। ১০ পয়েন্ট করে নিয়ে এর পরের দুটি স্থানে গাজী এবং শেখ জামাল। আর ৯ পয়েন্ট নিয়ে বাদ পড়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এদিকে, তারুণ্য নির্ভর দুই দল কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) পয়েন্ট টেবিলের তলানিতে। দুটি দলই অর্জন করে চার পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।