ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিডিওবার্তায় মুস্তাফিজকে কোকা-কোলার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
ভিডিওবার্তায় মুস্তাফিজকে কোকা-কোলার অভিনন্দন ছবি: সংগৃহীত

ঢাকা: ‘বাড়ির পাশে তেতুলিয়া মাঠ, এখানেই শুরু এক অবিশ্বাস্য উথ্থানের। সাতক্ষীরা থেকে শের-ই-বাংলা, আর শের-ই-বাংলা থেকে দেশের বাইরে, সারা বিশ্বকে তাক লাগিয়ে, ভিন দেশের মাটিতে টুর্নামেন্ট জয়ের স্বাদ পেলো মুস্তাফিজ! অভিনন্দন, এগিয়ে যাও একই তালে!’ এভাবেই টাইগার পেসার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে কোকা-কোলা।

বাংলাদেশের এই বিস্ময়বালক আইপিএলে খেলতে গিয়ে হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছেন। নিজের প্রথম আইপিএলের আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটকে নিজের জাত চেনান।

কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোকা-কোলা আগে থেকেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে কাটার স্পেশালিস্টকে। এবার মুস্তাফিজকে অভিনন্দন জানাতে ভোলেনি মার্কিন এই কোম্পানিটি।

ভিডিওটিতে মুস্তাফিজের সাতক্ষীরার তেতুলিয়া গ্রামকে তুলে ধরা হয়েছে। যেখানে কাটার এই মাস্টারের ক্রিকেট শুরু। ভাইয়ের সঙ্গে সাইকেলে ঘুরে বেড়ানো, তার শৈশবের ক্লাব, অর্জন সবই ছিল ভিডিওটিতে।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।