ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের সঙ্গে গেইল-ভিলিয়ার্স-ওয়াটসনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
মুস্তাফিজের সঙ্গে গেইল-ভিলিয়ার্স-ওয়াটসনরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে শিরোপা ওঠার মধ্যদিয়ে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। বিশ্ব ক্রিকেট তারকাদের সঙ্গে এই মঞ্চে অনেক নতুন তারকারা নিজেদের পারফর্ম দিয়ে জাত চিনিয়েছেন।

 

ভারতের জনপ্রিয় একটি সংবাদমাধ্যম সদ্য সমাপ্ত আইপিএলের ‘বিদেশি একাদশ’ সাজিয়েছে। যেখানে অনুমিতভাবেই রয়েছেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ।

এবারের আইপিএলে সবাইকে চমকে দিয়েছেন টাইগার এই পেসার। তাকে খেলতে বেগ পেতে হয়েছে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যানদের। গনমাধ্যমটি বিদেশি সেরা একাদশ সাজায় এবারের আইপিএলের ব্যক্তিগত পারফর্মের উপর ভিত্তি করে।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ ছিলেন শীর্ষ পাঁচে। ১৬ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। ৬১ ওভার বল করে ২৪.৭৬ গড়ে আর ৬.৯০ ইকোনমি রেটে এই টাইগার পেসার খরচ করেছেন ৪২১ রান। হয়েছেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার।

আইপিএলের ‘বিদেশি একাদশ’:
ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, ডোয়াইন স্মিথ, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, বেন কাটিং, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান এবং সুনীল নারাইন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।