ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসিতে অভিযোগ যাওয়ায় চটেছেন পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আইসিসিতে অভিযোগ যাওয়ায় চটেছেন পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বিতর্কিত আম্পায়ারিং দিয়ে শুরু। একে একে আরও অনেক অনৈতিক কাজ হয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

একটি ক্লাবকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে হয়েছে ভেন্যু বদল। প্রকাশ্য দিবালোকে চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে চকচকে রোদেও একাদশ রাউন্ডে বিকেএসপিতে হয়নি ভিক্টোরিয়া-ব্রাদার্স ম্যাচ। ম্যাচ পেছানোসহ হয়েছে আরও কত কী! যা ঢাকা প্রিমিয়ার লিগকেই বিতর্কিত করে ফেলেছে।

বিসিবির কর্তাদের প্রত্যক্ষ মদদে হওয়া এসব কাণ্ড নীরবে সহ্য করে গেছে ক্লাবগুলো। তবে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এসব রুখতে আইসিসির কাছেই নাকি অভিযোগ চলে গেছে।

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার (১০ জুন) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। লিগে চলমান কাণ্ড নিয়ে আইসিসির কাছে অভিযোগ গেছে। অভিযোগ কে বা কারা করেছে, তা জানাননি বিসিবি সভাপতি। তবে অভিযোগের পর আইসিসি যোগাযোগ করলে কিছুটা টনক নড়ে।
 
প্রিমিয়ার লিগের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘গাজী গ্রুপের খেলা পেছানো নিয়ে একটা বিরাট আওয়াজ উঠেছিল। মনে হচ্ছে এটা সুবিধা নেওয়ার জন্য করা হয়েছে। সমীকরণ ছিল প্রতিপক্ষের সঙ্গে  বড় ব্যবধানে গাজী যদি জিতে যায় তাহলে সুপার লিগ কনফার্ম করবে। এমন কিছু হলে তো ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু ফলাফল যা দেখলাম তাতে এটা ম্যাচ ফিক্সিং বা পাতানো কোনো খেলার জন্য এই কাজটা করেছে, এই অভিযোগ করা যাচ্ছে না। দ্বিতীয়ত, কাল রাতেই আমাকে জানানো হয়েছে ব্যাপারটির তদন্ত করার জন্য। আম্পায়ারিং নিয়ে  আমি সবাইকে জিজ্ঞেস করেছি। সব কিছু জানা দরকার। আইসিসি পর্যন্ত যেহেতু একটি বিষয় চলে গেছে, বিতর্কিত বিষয়গুলোর ছবি পাঠানো হয়েছে, সেহেতু এটা সিরিয়াস একটি ব্যাপার। আমি জানতে চেয়েছিলাম কি ঘটেছিল? বিকেএসপির একটা ম্যাচে রান আউট দেওয়া হয়নি। কিন্তু ওই রান আউটের সঙ্গে খেলার রেজাল্টের কোনো সম্পর্ক নেই। কারণ ৬ উইকেটের জায়গায় ৭ উইকেট হতো। লাস্ট দুই বলে ‍চার-ছক্কা মেরেই জিততে হয়েছে।   বরং লিগে আবাহনী দুই দু্ইটা ম্যাচ হেরে গেছে লাস্ট বলে। ’  
 
এসব অভিযোগ পাঠানোকে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পাঁয়তারা হিসেবেই দেখছেন বিসিবি সভাপতি। আইসিসির কাছে অভিযোগ করায় চটেছেন পাপন। তিনি বলেন, ‘আইসিসির কাছে ছবি পাঠিয়ে দেওয়া, কমপ্লেইন করা এসব বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। এখানে পাতানো খেলা হয়? এর মানে কি বাংলাদেশকে বহিষ্কার করার জন্য যা যা করার সে চেষ্টা চলছে? আমি মনে করি আলাদাভাবে যদি আমার কাছে নালিশ আনা হয়, তাহলে তার বিচার করা আমার জন্য সুবিধা হয়। আমি আগেও বলেছি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগে যা যা করার করবো। কাউকেই ছাড় দেব না। ’
 
তিনি আরও বলেন, ‘ভুল ধরতে চাইলে আপনি অনেক ভুল ধরতে পারবেন। কিন্তু ক্রিকেটকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে এ ব্যাপারে আপনাকে-আমাকে আরও সাবধান থাকতে হবে। বাইরের দেশ থেকেও যখন আমাকে ফোন করে বল- তোমাদের ওখানে প্রতিটা খেলাই নাকি পয়সার বিনিময়ে হয়, তখন খুব খারাপ লাগে। ’
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এসকে/এমআরপি

**
প্রিমিয়ার লিগে আবারও আম্পায়ারিং বিতর্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।