ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫৪ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ইংলিশরা ৪১৬ রান সংগ্রহ করেছে।
লর্ডসে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে লঙ্কানরাও। দিনশেষে এক উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ১৬২ রান।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনার অ্যালিস্টার কুক করেন ৮৫ রান। তবে, শেষ পর্যন্ত ব্যাট করা ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১৬৭ রান করে। ৬৬ রান করেন ক্রিস ওকস।
ইংলিশ কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বেয়ারস্টোর ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে দ. আফ্রিকার বিপক্ষে ১৬৪ রান করেছিলেন অ্যালেক স্টুয়ার্ট।
লঙ্কানদের হয়ে চারটি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ। এছাড়া তিনটি উইকেট দখল করেন সুরাঙ্গা লাকমল এবং দুটি উইকেট পান নুয়ান প্রদীপ।
ব্যাটিংয়ে নেমে করুনারত্নে ৫০ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার কুশল সিলভা অপরাজিত আছেন ৭৯ রান নিয়ে। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ২৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ১১ জুন ২০১৬
এমআরপি