ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় দলের উপর নাখোশ জিম্বাবুয়ে কোচ এনটিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বড় দলের উপর নাখোশ জিম্বাবুয়ে কোচ এনটিনি মাখায়া এনটিনি-ছবি:সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পর্যায়ে নেই জিম্বাবুয়ে। তাই তাদের সঙ্গে খেলতে ভালো দলগুলো সবসময় দ্বিতীয় সারির স্কোয়াড পাঠায়।

আর এমন প্রসঙ্গে বড় দলগুলোর উপর বেশ চটেছেন জিম্বাবুয়ের অন্তবর্তীকালীন কোচ মাখায়া এনটিনি।

জিম্বাবুয়ের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত বর্তমানে আফ্রিকান দেশটিতে অবস্থান করছে। তবে ১৫ সদস্যের এই দলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থাকলেও অন্য সবাই অনভিজ্ঞ।

বর্তমানে ওয়ানডে ৠাংকিংয়ে আফগানিস্তানেরও পরে অবস্থান করছে জিম্বাবুয়ে। আর তারা আইসিসি’র একমাত্র পূর্ণ সদস্যের দল যারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে খেলতে পারেনি। তবে এসব ব্যাপারকে পেছনে ফেলে মূল দলকে খেলানোর জন্য জিম্বাবুয়েতে পাঠানোর তাগিদ দেন এনটিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক এ ফাস্ট বোলার জানান, ‘বর্তমানে আমরা দুর্বল ও ক্লান্ত একটি দল। তবে আমরা প্রথম সারির দলের সঙ্গে খেলতে চাই। আমরা আরও বেশি ম্যাচ খেলতে চাই। তবে কেউ যদি তাদের খর্ব শক্তির দল পাঠায়, তবে আমরা তাদের এমন শাস্তি দেওয়ার চেষ্টা করবো যাতে তারা দেশে গিয়ে শক্তিশালী দল পাঠানোর কথা বলে। ’

আজ (শনিবার ১১ জুন) থেকে হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে নামছে জিম্বাবুয়ে ও ভারত। ২২ জুন পর্যন্ত ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ধোনি বাহিনী ।

ভারতের ওয়ানডে ও টি-২০ দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুন্দনলাল রাহুল, ফয়েজ ফজল, মানিশ পান্ডে, করুন নায়ার, আম্বাতি রাইডু, ঋষি ধাওয়ান, আক্সার প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জাসপ্রিত বুমরাহ, বারিন্দ্রার স্রান, মানদিপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকাট, যুভেন্দার চাহাল।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ১১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।