ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে আজাহার মেহমুদ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
পাকিস্তান দলে আজাহার মেহমুদ! আজহার মেহমুদ-ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে আবারও ফিরছেন অলরাউন্ডার আজহার মেহমুদ। তবে খেলোয়াড় হিসেবে নয়, এবার বোলিং কোচ ও দলের মধ্যস্থতাকারী হিসেবে ফিরতে পারেন তিনি।

ডানহাতি এ তারকাকে ফেরাতে প্রস্তাব করেছে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলের মধ্যস্থতাকারী হিসেবে অবশ্য সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান প্রধান কোচ মিকি আর্থার। কিন্তু এ ব্যাপারে পিসিবির পছন্দ আজাহারকে।

মুশতাক বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ হিসেবে কাজ করছেন। পিসিবি মনে করে মুশতাক দলের সঙ্গে আসন্ন ইংল্যান্ড সফরে গেলে ক্ষতিগ্রস্থ হবে অ্যাকাডেমির উঠে আসা ক্রিকেটাররা।

পিসিবির এমন প্রস্তাবে অবশ্য আর্থার কোন অভিযোগ জানাননি। কিন্তু আজাহার যদি এই পদের জন্য আগ্রহী না হন তবে মুশতাকই পেতে পারেন চাকুরিটি। এ ব্যাপারে আকিব জাভেদ ও মোহাম্মদ আকরামও তালিকায় আছেন বলে পিসিবির এক সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।