ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীকে হারিয়ে আক্ষেপ ঘ‍ুচাতে চান নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আবাহনীকে হারিয়ে আক্ষেপ ঘ‍ুচাতে চান নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: লিগপর্বে বাজে আম্পায়ারিংয়ের বলি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে আবাহনী লিমিটেডের সঙ্গে শেষ তিন বলের নাটকীয়তায় জেতা ম্যাচটি হাতছাড়া হয়েছিল তাদের।

সুপার লিগের প্রথম ম্যাচে আবার সেই বিকেএসপিতেই মুখোমুখি হচ্ছে সমান ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগে ওঠা দল দুটি।

আবাহনীর বিপক্ষে এবার জয় তুলে লিগপর্বে হারের আক্ষেপ ঘুচাতে চান প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার নাসির হোসেন।

শনিবার (১১ জুন) মিরপুরে আগামীকালের ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে এ অলরাউন্ডার বলেন, ‘হারের আক্ষেপ দূর করতে কালকের ম্যাচটা আমাদের জিততে হবে। ওই ম্যাচে আমাদের খুব বেশি ত্রুটি ছিলো না। তারপরও ক্রিকেটে অনেক সময় ভাগ্য লাগে। পুরো ম্যাচে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করেছি। তারপরও সুপার লিগের ম্যাচে আগামীকাল যারা ভালো করবে তারাই জিতবে। ’

আবাহনীর সঙ্গে খেলা হলে বাড়তি কোনো ‍চাপ তৈরি হয় কিনা-এ প্রশ্নের জবাবে নাসির জানান, ‘চাপ থাকে না। আমাদের কাজ খেলা, আমরা ঠিকভাবে খেলার চেষ্টা করি। অন্যান্য টিমের সঙ্গে যে রকম প্রস্তুতি থাকে আবাহনীর সাথেও তাই। আবাহনী দেশের বড় একটি ক্লাব। তাই আবাহনীর ম্যাচটি একটু বেশি ফোকাস হয়। কিন্তু আমরা যারা ক্রিকেটার তারা তেমন কিছু মনে করছি না। ’
সুপার লিগে ওঠা দলগুলোর মাঝে পয়েন্টের ফাঁরাক খুবই কম। ছয় দলের মধ্যে চার দলের পয়েন্ট সমান ১৪। ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ভিক্টোরিয়া। ১২ পয়েন্ট নিয়ে সবচেয়ে নীচে প্রাইম ব্যাংক।

দলগুলোর পয়েন্ট কাছাকাছি হওয়ায় যে কোনো দলের জন্যই চ্যাম্পিয়ন হওয়া কঠিন হবে বলে মনে করছেন নাসির, ‘এখানে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই কঠিন। সব দলের জন্য চ্যাম্পিয়নশিপের দরজা খোলা আছে। পাঁচটা করে ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিততে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। সবার জন্য চ্যাম্পিয়নশিপের রাস্তা খোলা আছে বলেই চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হবে না। ’
 
সুপার লিগের প্রথম রাউন্ডে আগামীকাল রয়েছে আরও দুটি ম্যাচ। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ‍মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুরে মোহামেডানের বিপক্ষে লড়বে লিজেন্ডস অব রুপগঞ্জ। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১১ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।