ঢাকা: না ফেরার দেশে চলে গেছেন বক্সিং রিংয়ের কিংবদন্তি মুহাম্মদ আলী। প্রয়াত এ তারকার স্মরণে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে বিশেষ সমবেদনা জানালেন ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারিফিল্ড সোবার্স।
১৯৬৬ সালে এই লর্ডসেই অ্যাথলেটের দুই আইকনের সাক্ষাৎ হয়। সেবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন সোবার্স। আর হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন আলী দ্বিতীয়বারের মতো লড়তে এসেছিলেন ব্রিটেনের হেনরি কুপারের সঙ্গে।
লর্ডসে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে আলী ও সোবার্সের একটি স্থিরচিত্র দেখানো হয়। যেখানে দেখা যায় সাদা-কালো একটি ছবিতে সোবার্স ও আলী ড্রেসিং রুমে বসে গল্প করছিলেন।
ম্যাচটির দ্বিতীয় সেশন শুরু হওয়ার পাঁচ মিনিট পরে ৭৯ বছর বয়সী সোবার্স লর্ডসের ঘণ্টা বাজিয়ে আলীর প্রতি বিশেষ সমবেদনা জানান।
পারকিনসন রোগে ভোগা আলী গত সপ্তাহে ৭৪ বছর বয়সে মারা যান। আর শুক্রবার (১০ জুন) নিজ বাড়ি লুইসভিলে চিরনিদ্রায় শায়িত হন বক্সিংয়ের সর্বকালের শ্রেষ্ঠ এই তারকা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১১ জুন, ২০১৬
এমএমএস