ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি ক্যাম্পে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন সিমন হেলমট। এ অস্ট্রেলিয়ান সদ্যসমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন ৪৪ বছর বয়সী হেলমট। প্রিমিয়ার লিগ শেষে আগামী মাসে শুরু হবে হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের ক্যাম্প।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন শনিবার (১১ জুন) মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের এইচপি প্রোগ্রামে প্রধান কোচ হিসেবে তিনি (হেলমট) যোগ দিয়েছেন। এ বছরের সার্বিক দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হবে। ’
আপাতত দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া না হলেও তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি, ‘এইচপিতে মূলত দিনের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে তাকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই প্রোগ্রাম শুরু হবে। তার আগেই দল ঘোষণা করা হবে। ’
এইচপি ক্যাম্পে জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার এবং উদীয়মান ক্রিকেটারদের টেকনিক ও ফিটনেস উন্নতির জন্য নানা প্রশিক্ষণ দেয়া হয়। ঈদের পর জুলাই মাসের ১০ তারিখ থেকে ২৫ জন ক্রিকেটারকে নিয়ে এইচপি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
গত বছর এইচপি কার্যক্রমে প্রধান কোচ হিসেবে কাজ করেন মাল রয়। কোচিং ডিরেক্টর হিসেবে পল টেরি ও ম্যানেজার হিসেবে ছিলেন স্টুয়ার্ট কারপিন। ২২ জনকে নিয়ে ক্যাম্প শুরু হলেও পরে ৩ জন বাড়িয়ে ২৫ ক্রিকেটারকে দেয়া হয় উন্নত প্রশিক্ষণ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১১ জুন ২০১৬
এসকে/এমআরপি