ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে শক্ত অবস্থানে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
লঙ্কানদের বিপক্ষে শক্ত অবস্থানে ইংলিশরা

ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৩৭ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ইংলিশরা ৪১৬ রান সংগ্রহ করলে লঙ্কানরা নিজেদের প্রথম ইনিংসে ২৮৮ রানে গুটিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে আরও ১০৯ রান তুলেছে।

 

লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনার অ্যালিস্টার কুক করেন ৮৫ রান। তবে, শেষ পর্যন্ত ব্যাট করা ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১৬৭ রান করে। ৬৬ রান করেন ক্রিস ওকস। ইংলিশ কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বেয়ারস্টোর ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে দ. আফ্রিকার বিপক্ষে ১৬৪ রান করেছিলেন অ্যালেক স্টুয়ার্ট।

লঙ্কানদের হয়ে চারটি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ। এছাড়া তিনটি উইকেট দখল করেন সুরাঙ্গা লাকমল এবং দুটি উইকেট পান নুয়ান প্রদীপ।

ব্যাটিংয়ে নেমে করুনারত্নে ৫০ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার কুশল সিলভা ৭৯ রান করে সাজঘরে ফেরেন তৃতীয় দিনের শুরুতে। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস আগের দিনের ২৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ না করেই বিদায় নেন।

থিরিমান্নে ১৭, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩ আর চান্দিমাল ১৯ রান করে বিদায় নিলে শঙ্কা জাগে লঙ্কানদের। তবে, কুশল পেরেরা ৪২ এবং হেরাথ ৩১ রান করে দলকে ২৮৮ রান পর্যন্ত নিয়ে যান।

ইংলিশদের হয়ে দুটি করে উইকেট দখল করেন পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তিনটি করে উইকেট তুলে নেন ফিন এবং ক্রিস ওকস।

এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার কম্পটন ১৯ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হেলস ৪১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। জো রুট ৪, ভিঞ্চ ০, প্রথম ইনিংসের নায়ক বেয়ারস্টো ৩২ রান করে সাজঘরে ফেরেন। ৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন নাইটওয়াচম্যান ফিন।

লঙ্কানদের হয়ে ইরাঙ্গা একটি উইকেট পেলেও নুয়ান প্রদীপ তুলে নেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ১২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।