ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

গুরুতর নয় কুকের ইনজুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
গুরুতর নয় কুকের ইনজুরি ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে তৃতীয় টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি।

পরে তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে দেন জো রুট।

 

ম্যাচের তৃতীয় দিন সিলি-পয়েন্টে ফিল্ডিং করছিলেন কুক। হাঁটুতে আঘাত পেয়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। তবে পরবর্তীতে এক্সরে করানো হলে তার হাড়ে কোনো ধরনের চিড় ধরা পরেনি। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামেননি তিনি।

কুকের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন নিক কম্পটন ও অ্যালেক্স হেলস। লর্ডসে ২০০২ সালের পর এবারই প্রথম ইংলিশদের ওপেনিংয়ে দু’জনই ডানহাতি ব্যাটসম্যান হিসেবে নামেন তারা। এর আগে মাইকেল ভন ও রবার্ট কি ২০০২ সালের আগস্টে ওপেনিংয়ে ডানহাতি হিসেবে ব্যাটিংয়ে নেমেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।