ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ারকে অসম্মান করে তিরষ্কৃত অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আম্পায়ারকে অসম্মান করে তিরষ্কৃত অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠে আম্পায়ারকে অসম্মান দেখানোয় জেমস অ্যান্ডারসনকে তিরষ্কার করেছে আইসিসি। তবে কোনো জরিমানার আওতায় পড়েননি ইংল্যান্ডের পেস তারকা।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান লর্ডস টেস্টের তৃতীয় দিনে (১১ জুন) ভারতীয় আম্পায়ার সুন্দারাম রবির নির্দেশনার বিপরীতে তাকে অসম্মান প্রদর্শন করেন অ্যান্ডারসন।

লঙ্কানদের প্রথম ইনিংসে কুশাল পেরেরা ও রঙ্গনা হেরাথের মধ্যকার ৭১ রানের পার্টনারশিপে এমন ঘটনা ঘটে। হেরাথকে স্লেজিং না করা নির্দেশনা দিলে হতাশাগ্রস্ত অ্যান্ডারসন আম্পায়ারকে অসম্মান করে বসেন।

এ ধরনের আচরণে আইসিসির কোড কন্ডাক্টের লেভেল-১ এর আর্টিক্যাল ২.১.১ লঙ্ঘন করেন অ্যান্ডারসন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট তাকে তিরস্কার করেন। শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না।

লেভেল-১ ভঙ্গ করার দায়ে সর্বনিম্ন শাস্তি সতর্ক বা তিরস্কার করা। আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা প্রযোজ্য।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।