ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ৩৩০ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশরা ৪১৬ রান সংগ্রহ করলে লঙ্কানরা নিজেদের প্রথম ইনিংসে ২৮৮ রানে গুটিয়ে যায়।
লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনার অ্যালিস্টার কুক করেন ৮৫ রান। তবে, শেষ পর্যন্ত ব্যাট করা ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১৬৭ রান করে। ৬৬ রান করেন ক্রিস ওকস।
লঙ্কানদের হয়ে চারটি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ। এছাড়া তিনটি উইকেট দখল করেন সুরাঙ্গা লাকমল এবং দুটি উইকেট পান নুয়ান প্রদীপ।
ব্যাটিংয়ে নেমে করুনারত্নে ৫০ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার কুশল সিলভা ৭৯ রান করে সাজঘরে ফেরেন তৃতীয় দিনের শুরুতে। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস আগের দিনের ২৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ না করেই বিদায় নেন।
থিরিমান্নে ১৭, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩ আর চান্দিমাল ১৯ রান করে বিদায় নিলে শঙ্কা জাগে লঙ্কানদের। তবে, কুশল পেরেরা ৪২ এবং হেরাথ ৩১ রান করে দলকে ২৮৮ রান পর্যন্ত নিয়ে যান।
ইংলিশদের হয়ে দুটি করে উইকেট দখল করেন পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তিনটি করে উইকেট তুলে নেন ফিন এবং ক্রিস ওকস।
এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার কম্পটন ১৯ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হেলস শতক থেকে মাত্র ৬ রান দূরে থেকে এলবির ফাঁদে পড়েন। এছাড়া, জো রুট ৪, ভিঞ্চ ০, প্রথম ইনিংসের নায়ক বেয়ারস্টো ৩২ রান করে সাজঘরে ফেরেন। ৭ রান করে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা নাইটওয়াচম্যান ফিন বিদায় নেন।
হাঁটুর চোটে পড়া দলপতি অ্যালিস্টার কুক সাত নম্বরে ব্যাট হাতে নেমে করেন অপরাজিত ৪৯ রান। তার ৮৬ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি হলেও একটি ওভার বাউন্ডারি ক্রিকেট বোদ্ধাদের পরিসংখ্যান ঘাঁটতে বাধ্য করে। ২০১২ সালে ভারতের বিপক্ষে কলকাতায় ১৯০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন কুক। সে ইনিংসে পাওয়া ছক্কার পর ৭৯টি ইনিংস পেরিয়ে গেলেও সাদা পোশাকে আর কোনো ছক্কার দেখা পাননি তিনি। এই ইনিংসে একমাত্র ছক্কাটি আসে কুকের ব্যাট থেকে।
লঙ্কানদের হয়ে ইরাঙ্গা ও নুয়ান প্রদীপ তুলে নেন তিনটি করে উইকেট।
৩৬২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কান দুই ওপেনার করুনারত্নে ১৯ এবং কুশল সিলভা ১২ রান নিয়ে অপরাজিত থাকেন। শেষ দিন জয় পেতে হলে সফরকারীদের আরও ৩৩০ রান করতে হবে, হাতে রয়েছে সবক’টি উইকেট।
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ১৩ জুন ২০১৬
এমআরপি