ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রি-দেশীয় সিরিজে ছিটকে গেলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ত্রি-দেশীয় সিরিজে ছিটকে গেলেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নার-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। গত শনিবার সেন্ট কিটসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান এ তারকা ব্যাটসম্যান।

ওয়ার্নারের ইনজুরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে কার্যত টপ অর্ডারে ভোগাবে স্টিভেন স্মিথ বাহিনীকে। আর আগামী জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন বাঁহাতি এ ব্যাটসম্যান অনিশ্চিত হয়ে গেলেন।

চলতি আসরে ৩ ম্যাচে অসাধারণ পারর্ফম করেন ওয়ার্নার। আইপিএলের সফলতার পর এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি অপরাজিত হাফসেঞ্চুরি এসেছিলো তার ব্যাট থেকে।

এদিকে ওয়ার্নারের ইনজুরি প্রসঙ্গে অস্ট্রেলিয়ার টিম ডক্টর জেফরি ভেরালা বলেন, ‘তার যদি সার্জারি না করতে হয় তবে ২ থেকে ৬ সপ্তাহ লাগবে সেরে উঠতে। তবে সম্ভবত তাকে সার্জারির মধ্যে যেতে হবে। ’

ওয়ার্নারের জায়গায় অজি দলে কে খেলবেন তা এখনও ঠিক করা হয়নি। তবে প্রথম ২ ম্যাচে বাজে খেলা গ্লেন ম্যাক্সওয়েলকে আবার ফেরাতে পারে নির্বাচকরা। তৃতীয় ম্যাচে তাকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিলো। আর দারুণ ফর্মে থাকা উসমান খাজাকে হয়ত অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৩ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।