ঢাকা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শহীদ আফ্রিদির অধীনে বাজে পারফরমেন্স করে পাকিস্তান। পরে ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি শেষে দলের নেতৃত্বও হারান তিনি।
আফ্রিদি বর্তমানে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের হয়ে টি-২০ লিগ মাতাচ্ছেন। পাশাপাশি দলটির ওয়ানডে টুর্নামেন্টের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর জাতীয় দলের ফিরতে হলে এই আসরগুলোকেই প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে চান ২০১৫ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার।
আফ্রিদি জানান, ‘জাতীয় দল যখনই মনে করবে আমার প্রয়োজন আছে, তখনই আমি খেলব। যদিও এখানে আসার আগে আমি প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এটা ভালো হবে যদি তরুণদের সুযোগ দেওয়া হয়। তবে দল যদি চায়, আমি অবশ্যই খেলব। ’
তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেটের ওপরই মনোযোগ রাখছি। আর আমি আরও কয়েক বছর ক্রিকেট খেলার সামর্থ্য রাখি। এটা হোক পাকিস্তান জাতীয় দল, পিএসএল, বিগ ব্যাশ অথবা ইংলিশ কাউন্টিতে। ’
জুলাইয়ে পাকিস্তানের ইংলিশ সফরে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৩ জুন, ২০১৬
এমএমএস