ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে অভিষিক্ত মিলস-মালান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ইংলিশ দলে অভিষিক্ত মিলস-মালান টিমল মিলস ও ডেভিড মালান/ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে অভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার টিমল মিলস ও ব্যাটসম্যান ডেভিড মালান।

ওয়ানডে ও টি-২০ দুই ফরমেটেই আছেন জনি বেয়ারস্টো। দলে জায়গা হয়নি স্টুয়ার্ট ব্রডের।  

অ্যালেক্স হেলস, জো রুট ও মঈন আলীকে টি-টোয়েন্টির জন্য বিশ্রামে রাখা হয়েছে। ইনজুরির কারণে ওয়ানডে দলে নেই বেন স্টোকস, রিসি টপলি ও জেমস টেইলর। ফিরেছেন পেসার লিয়াম প্লাঙ্কেট।

ইতোমধ্যেই তিন ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। নটিংহামের ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২৬, ২৯ জুন ও ২ জুলাই। ৫ জুলাই সাউদাম্পটনে একমাত্র টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে সফরকারীরা।

ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি, ক্রিস উকস।

টি-২০ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, টিমল মিলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।