ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষেই থাকতে চান রাব্বি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
শীর্ষেই থাকতে চান রাব্বি বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সুপার লিগের প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রুপগঞ্জ তাদের প্রতিপক্ষ এ ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়নশিপের পথে অনেকটাই এগিয়ে যাবে ভিক্টোরিয়া।

পেস আক্রমণে দলটির হয়ে প্রতিনিধিত্ব করছেন কামরুল ইসলাম রাব্বি। ১২ ম্যাচে ২৩ উইকেট নিয়ে একই দলের শ্রীলঙ্কান রিক্রুট চাতুরাঙা ডি সিলভার সঙ্গে শীর্ষে আছেন ২৪ বছর বয়সী এ পেসার। দলকে শিরোপা এনে দেওয়ার স্বপ্নের সঙ্গে দেখছেন লিগের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম স্থানে নিজেকে দেখার, ‘এখন পর্যন্ত শীর্ষ উইকেট শিকারি আছি আমি। চেষ্টা করবো এটা নিয়মিত করার। যেন লিগে সর্বোচ্চ উইকেট শিকারি থাকতে পারি। যেন দলের জন্য ভালো কিছু করতে পারি। দলের জন্য কিছু করতে পারলে নিজের জন্যও ভালো কিছু হয়ে যাবে। ’

এর আগে জাতীয় লিগে একবার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন রাব্বি। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে একবার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (২৬টি) হয়েছিলেন একবার। এবার নিজেকে শীর্ষে রেখেই শেষ করতে চান লিগ। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্যই বেশি তৃপ্তি দেবে বলে জানান বরিশালের এই পেসার, ‘নিজের পারফরম্যান্স নিয়ে একটা লক্ষ্য তো থাকেই। দল সাফল্য পেতে থাকলে সেটা অনেকগুন বেশি হয়। ’
 
রাব্বি বলছিলেন ভিক্টোরিয়ার সাফল্যের রহস্য, ‘আসলে কেউ খারাপ করলে পরের জন ঠিকই পুষিয়ে দিচ্ছে। এটাই আমাদের দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসছে। সম্মিলিতভাবে আমরা সব সময় চিন্তা করি। আমরা সব খেলোয়াড় মাঠে আমাদের শতভাগ দিবো। ব্যাটসম্যানরা নিজের কাজ করবে। বোলাররাও তেমনই। আমাদের পরিকল্পনা এটাই থাকে যে আমরা যদি নিজেদের কাজ ঠিকভাবে মাঠে করতে পারি। তাহলে যে কোনো দলের বিপক্ষেই আমরা ভালো করবো। এতদিন যে কয়টা দলের সাথে খেলেছি এভাবেই খেলে আসছি আমরা। ’

লিগপর্বে বিকেএসপিতে ভিক্টোরিয়া-রুপগঞ্জ ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘টাই’ হয়েছিল। এবার ফতুল্লায় সুপার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি। আর টাই নয় জয়ের কথাই ভাবছে ভিক্টোরিয়া শিবির, ‘রুপগঞ্জের সাথে আমাদের টাই হয়েছিলো। তো মনের ভেতরে একটা চিন্তা আছে ওদের সাথে জিততে হবে। কারণ আমরা মোটামুটি সবার সাথেই জিতেছি। ওদের সাথে ভালো করতে পারলে আমরা অনেক এগিয়ে যাবো। তাদের সাথে আমাদের পয়েন্ট ব্যবধান খুব কম। এ জন্য সবার মধ্যেই যে জিনিসটা কাজ করবে, যে আমাদের জিততে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৪ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।