ঢাকা: দুটি দলের নামের আগেই ‘প্রাইম’। নামের মতো জার্সিতেও মিল।
সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার (১৫ জুন) মিরপুরে নাসির হোসেন, ফরহাদ রেজা, আল-আমিনদের প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে সাব্বির রহমান, রুবেল হোসেন, নুরুল হাসানদের প্রাইম ব্যাংকের। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
সুপার লিগের প্রথম ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে হোঁচট খাওয়ায় শিরোপার লড়াইয়ে অনেকটা ব্যাকফুটে প্রাইম ব্যাংক। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগের ছয় দলের মধ্যে সবচয়ে তলানীতে এখন তারা। তবে আগামীকালের ম্যাচটি জিততে পারলে শিরোপার রেসে টিকে থাকবে তারা। হেরে গেলে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে দলটির সামনে।
ব্যাংকারদের জন্য সে অর্থে বাঁচা-মরার ম্যাচ এটি। প্রাইম ব্যাংকের ইনফর্ম ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তাই জয়ের বিকল্প কিছুই ভাবছেন না, ‘আমরা যদি জিততে না পারি তাহলে অন্য দলের পয়েন্ট দেখে লাভ নেই। প্রথম টার্গেট থাকবে জেতা। তারপর হিসাব আসবে কোন দল হেরেছে বা কোন দল জিতেছে। ’
লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে দোলেশ্বরকে বৃষ্টি-আইনে ৭ উইকেটে হারিয়েছিল প্রাইম ব্যাংক। ওই জয়কে অবশ্য সুপার লিগে স্বস্তি হিসেবে নিতে চান না সোহান, ‘আসলে আগে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করছি না আমরা। ভালো খেলতে পারলে ইনশাআল্লাহ ফল আসবে আমাদের দিকে। ’
প্রাইম দোলেশ্বর চাইবে ম্যাচটি জিতে শিরোপার পথে এগিয়ে যেতে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে তারা। আবাহনীর সঙ্গে স্থগিত ম্যাচটি যদি পুণরায় অনুষ্ঠিত হয় সেখানে জয়ের পাল্লা ভারী থাকবে দোলেশ্বরের। যেখান থেকে স্থগিত হয়েছে সেখান থেকে ম্যাচটি শুরু হলে ২৮ ওভারে ১৩৩ রান দরকার পড়বে দোলেশ্বরের, হাতে ৮ উইকেট। স্থগিত ম্যাচের দিকে না তাকিয়ে কালকের ম্যাচটি জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চাইবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০২০৫ ঘণ্টা, ১৪ জুন, ২০১৬
এসকে/এমএমএস