ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সেই বিকেএসপিতে আবাহনী-মোহামেডান দ্বৈরথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
সেই বিকেএসপিতে আবাহনী-মোহামেডান দ্বৈরথ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী-মোহামেডান লড়াই। অথচ ম্যাচের আগে উত্তাপ বলতে কিছু নেই! মোহামেডানের স্পিনার এনামুল হোক জুনিয়র তো সংবাদমাধ্যমে বলেই দিলেন, আগের মতো উত্তাপ আর পাই না।

ম্যাচের আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে খেলোয়াড়দের মাঝে দেখা গেল না উত্তেজনার বিন্দুমাত্র উত্তাপের ছাপ।

প্রিমিয়ার লিগের আট-দশটা ম্যাচের মতোই আবহ আবাহনী-মোহামেডানের দলীয় অনুশীলনে। মোহামেডান দীর্ঘসময় অনুশীলন করলেও আবাহনী নামমাত্র অনুশীলন করেছে। অনুশীলনের ফাঁকে মোহামেডানের প্লেয়ার, অফিশিয়ালদের সঙ্গে আড্ডা মারতে দেখা গেছে আবাহনী অধিনায়ক তামিম ইকবালকে। লিগপর্বের ম্যাচের আগে বরঞ্চ এর চেয়ে বেশি সিরিয়াস দেখা গিয়েছিল দুই দলের ক্রিকেটারদের।
 
অনুশীলনে উত্তাপ টের পাওয়া না গেলেও মাঠের খেলায় ঠিকই উত্তাপ ছড়াবে সেটি মনে করছেন দুই দলের ক্রিকেটাররা। জয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ  দুটি দলই। লিগপর্বে মোহামেডানের সঙ্গে হারের প্রতিশোধ এ ম্যাচে নিতে চাইবে আবাহনী। হেরে সুপার লিগ শুরু করা মোহামেডান চাইবে শিরোপার রেসে টিকে থাকতে।

মোহামেডানের স্পিনার এনামুল হক (জুনিয়র) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,  ‘আমাদের মূল ভাবনা, কালকের ম্যাচ জিততে চাই। আমরা আবাহনীর সাথে প্রথম পর্বের ফলে ১-০ তে এগিয়ে আছি। কালকের ম্যাচ জিতে আবার শিরোপা লড়াইয়ে ফিরতে চাই। ’


 
আবাহনী অধিনায়ক তামিম ইকবালের চোখও জয়ের দিকে, ‘আমাদের জন্য কাল খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ওদের জন্যও। সুপার লিগের প্রথম ম্যাচ ওদের পক্ষে যায়নি। চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে হলে দুই দলেরই মাস্ট উইন গেম। আমরা আমাদের তরফ থেকে পুরোপরি চেষ্টা করবো। নিঃসন্দেহে তারা অনেক শক্তিশালী একটি দল। ওদের সাথে জিততে পারলে আমরা পয়েন্ট টেবিলে একটা ভালো অবস্থানে এসে যাব। ’

বিকেএসপির তিন নম্বর মাঠে আগামীকাল সকাল ৯টায় শুরু হবে ঢাকার ক্রিকেটের এতিহ্যবাহী ক্লাব আবাহনী মোহামেডানের লড়াই। এ মাঠেই চরম বিতর্কিত ঘটনাটি ঘটেছিল গেল রোববার আবাহনী-দোলেশ্বর ম্যাচে। আবাহনী অধিনায়ক তামিম ইকবালের আচরণে খেলা স্থগিত করে দেন আম্পায়াররা।

সে ঘটনা নিয়ে এখনও চলছে নাটক। ওই ঘটনার সুরাহা হওয়ার আগেই আবার সেই মাঠেই গড়াচ্ছে আবাহনীর ম্যাচ। এবার সিনেমার জন্ম দেবে না তো বিকেএসপির তিন নম্বর ভেন্যুটি? চলমান লিগে যেসব কান্ড হচ্ছে তাতে এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। !
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৪ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।