ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো আবাহনী লিমিটেড। বুধবার (১৫ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৭১ রান করে আবাহনী।
লিটন দাস-দিনেশ কার্তিকের জোড়া সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঝোড়ো অর্ধশতকে মোহামেডানের বিপক্ষে রানের পাহাড় গড়ে আবাহনী। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে দুই উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গী হন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক।
দু’জনের ১৬২ রানের জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যায় দলটিকে। লিটনের ১২৫ বলে ১৩৯ রানের ইনিংটি চোখে লেগে থাকার মতো। আরিফুল হকের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফেরার সময় তার নামের পাশে তখন ১৮টি চার ও একটি ছক্কায় ১৩৯ রান। এবারের প্রিমিয়ার লিগে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
লিটনের পর সেঞ্চুরি পূর্ন করেন কার্তিক। ৯৭ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করে আরিফুল হককে নিজের উইকেটটি দেন। এর পর সাকিব আল হাসান মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ন করেন। ২৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি। দুটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা হাঁকান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
শেষদিকে, মোসাদ্দেক হোসেন ৮ বলে ১৯ ও আবুল হাসান রাজু ৮ বলে ১২ রান যোগ করলে ৩৭১ রানের পুঁজি পায় তামিম ইকবালের আবাহনী।
মোহামেডান বোলারদের মধ্যে আরিফুল হক নেন দুটি উইকেট। একটি করে উইকেট লাভ করেন থিসারা পেরেরা, এনামুল হক (জুনিয়র) ও নাইম ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসকে/এমআরএম