ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বোলিং কোচ মুশতাক-মাহমুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
পাকিস্তানের বোলিং কোচ মুশতাক-মাহমুদ মুশতাক আহমেদ ও আজহার মাহমুদ/ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড সফর সামনে রেখে কোচিং ডিপার্টমেন্ট পুনর্গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার ম্যাচের টেস্ট সিরিজে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ।

আর সীমিত ওভারের সিরিজে তার স্থলাভিষিক্ত হবেন আজহার মাহমুদ। যদিও মুশতাক ও মাহমুদ দু’জনেরই পাকিস্তান দলের বোলারদের কোচিং করানোর সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

লর্ডসে আগামী ১৪ জুলাই চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর পাঁচটি ওয়ানডে (২৪, ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর) ও ৭ সেপ্টেম্বরের একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। তার আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে (১৮ ও ২০ আগস্ট) দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম পাকিস্তান।

মুশতাক আহমেদ বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) হেড কোচ। ২০১৪ সাল থেকে বিভিন্ন পর্যায়ে তিনি পাকিস্তানের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত ছিলেন। ইংল্যান্ডে তার লম্বা সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ইংলিশ টিমের স্পিন বোলিং কোচ ছিলেন।

অন্যদিকে, খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্লাব সারের সঙ্গে আজহার মাহমুদের চুক্তির মেয়াদ শেষ হবে জুলাইয়ের শেষদিকে। তাই সীমিত ওভারের সিরিজে পাকিস্তানের বোলিং কোচ হতে তার বাধা নেই। এর মুশতাক বিশ্রামে থাকায় আগে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন আজহার।

ফিল্ডিং কোচ হিসেবে হেড কোচ মিকি আর্থারের সঙ্গে যোগ দেবেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ রিক্সন। এর আগে ২০১১ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন আর্থারের কোচিং ষ্টাফে ছিলেন রিক্সন, যিনি বিভিন্ন সময়ে অজিদের ফিল্ডিং কোচ, স্পিন বোলিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গত, ইতোমধ্যেই ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্রান্ট লুডেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে পিসিবি। দক্ষিণ আফ্রিকান লুডেন ট্রেইনারের পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন। কিন্তু, তাকে শুধুমাত্র বিশেষজ্ঞ ফিটনেস ট্রেইনারের পদে রেখে আর্থারের সুপারিশে রিক্সনকে ফিল্ডিং কোচ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।