ঢাকা: লিগপর্বের ম্যাচে আবাহনীকে পাত্তাই দেয়নি মোহামেডান। শের-ই-বাংলা স্টেডিয়ামে সেদিন ৮ উইকেটে হার দেখতে হয়েছিল আবাহনীকে।
আকাশী-নীলদের রেকর্ড রান সংগ্রহের দিনে ভরাডুবিই হলো সাদা-কালোদের। লিস্ট ‘এ’ ক্রিকেটে জয়-পরাজয়ের ব্যবধানে নবম স্থানে মোহামেডানের এ হারটি। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের হার এটি।
৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্নিতে ২৪.৩ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় মুশফিকুর রহিমের দল। অসহায় আত্মসমর্পনে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে মোহামেডান। সুপার লিগের দুই ম্যাচের দুটিতেই হারলো তারা।
নাইম ইসলাম করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৬ রান।
ব্যাটিংয়ের পর বল হাতেও দ্যূতি ছড়ান সাকিব। ৬.৩ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। সাকলাইন সজীব ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
আবাহনীর পাহাড়সম স্কোর দেখে চুপসে যায় মোহামেডান! প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে এদিন আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৭১ রান করে তারা। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
লিটন দাস-দিনেশ কার্তিকের জোড়া সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঝড়ো অর্ধশতকে মোহামেডানের বিপক্ষে রানের পাহাড় গড়ে আবাহনী। টসে হেরে ব্যাটিংয়ে ৬৪ রানে দুই উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গী হন ভারতীয় জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিশেন কার্তিক।
১৬২ রানের জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যায় দলটিকে। লিটনের ১২৫ বলে ১৩৯ রানের ইনিংটি চোখে লেগে থাকার মতো। আরিফুল হকের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফেরেন নামের পাশে তখন ১৮টি চার ও একটি ছক্কায় ১৩৯ রান। এবারের প্রিমিয়ার লিগে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
লিটনের পর সেঞ্চুরি পূর্ন করেন কার্তিক। ৯৭ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করে আরিফুল হককে নিজের উইকেটটি দেন এই সেঞ্চুরিয়ান। এর পর সাকিব আল হাসান মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ন করেন। ২৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন এ বাঁহাতি। ২ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান বিশ্বসেরা এ অলরাউন্ডার। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ৮ বলে ১৯ ও আবুল হাসান রাজু ৮ বলে ১২ রান যোগ করলে ৩৭১ রানের পুঁজি পায় তামিম ইকবালের আবাহনী।
আরিফুল হক নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন থিসারা পেরেরা, এনামুল হক (জুনিয়র) ও নাইম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এসকে/এমএমএস