ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিক্টোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে শীর্ষে রুপগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ভিক্টোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে শীর্ষে রুপগঞ্জ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে পর্বে রোমাঞ্চকর এক জয় পেল লিজেন্ডস অব রুপগঞ্জ। আর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিলো আসিফ আহমেদের নেতৃত্বে দলটি।

 

ভিক্টোরিয়ার ২৫৯ রানের জবাবে ভারতীয় রিক্রুট পবন নেগির অসাধারণ সেঞ্চুরিতে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় রুপগঞ্জ। বর্তমানে ১৩ ম্যাচে ৮ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রুপগঞ্জ। তবে সমান ম্যাচে সমান জয় পাওয়া ভিক্টোরিয়ার সামনে শীর্ষে ওঠার হাতছানি ছিলো। জয় পেলে ১৯ পয়েন্ট হতো তাদের। কিন্তু হারের ফলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো দলটি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রুপগঞ্জের। ভিক্টোরিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে রুপগঞ্জ। তবে জয়ের আশা ছাড়েনি দলটি। মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ১৪৮ রানের দুর্দান্ত এক জুটি গড়েন নেগি। যদিও বেশ আক্রমণাত্মক থেকে রানের চাকা সচল রাখেন ভারতীয় তরুণ নেগি।

মোশাররফ ৬২ বলে ৪১ রানে কামরুল ইসলাম রাব্বির বলে ফিরে গেলেও উইকেটে অবিচল থাকেন নেগি। তিনি শেষ পর্যন্ত ৮৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১২৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ভিক্টোরিয়ার হয়ে চাতুরাঙ্গা ডি সিলভা একাই তুলে নেন ৫ উইকেট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সব উইকেট হারিয়ে ২৫৮ রান করে নাদিফ চৌধুরীদের ভিক্টোরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭২ বলে ৮২ রান করেন মুমিনুল হক। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ২টি ছক্কা। এছাড়া ৬৩ রান করেন আল-আমিন।

রুপগঞ্জের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান স্পিনার তাইজুল ইসলাম। আর দুটি উইকেট করে নেন আবু হায়দার রনি ও পবন নেগি। ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরাও হন নেগি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।