মিরপুর থেকে: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে প্রথম জয়ের দেখা পেল প্রাইম ব্যাংক। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়েছে তারা।
মিরপুরের ঘন্টাখানেকের বৃষ্টি প্রাইম ব্যাংকের জয়কে সহজ করে দেয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বর ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০০ রান তোলার পর সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মাঠ শুকিয়ে ৩টায় শুরু হয় ম্যাচ। দোলেশ্বরকে ব্যাটিংয়ে না নামিয়ে ডাক ওয়ার্থ লুইস মেথডে ৩৩ ওভারে ১১৮ রানের লক্ষ্য বেধে দেয়া হয় প্রাইম ব্যাংককে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকেই পড়েছিল ব্যাংকাররা। ৪১ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। দলীয় রান পঞ্চাশের মুখ দেখার আগে ফরহাদ রেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উন্মুখ চাঁন্দ। ডানদিকে ঝাপিয়ে পড়েও সেটিকে গ্লাসবন্দী করতে পারেননি উইকেটরক্ষক সগীর হোসন। ৯ রানে জীবন পাওয়া উন্মুখ চাঁন্দ পরে ৪৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। সাব্বির হোসেন করেন ২৮ রান।
সাঞ্জামুল ইসলাম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও নাসির হোসেন।
সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আগে ব্যাট করে ১৪ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে দোলেশ্বর। শচীন বেবি ও রকিবুল হাসান চতুথ উইকেটে ভালোই টানছিলেন দলকে। দলীয় ৪২ রানে শচিন বেবি (১৭) শুভাগত হোমের বলে বোল্ড হলে ভাঙে জুটটি। শচিন বেবির বিদায়ের পর সাজঘরে ফিরে যান রকিবুল হাসানও (১৫)। ষষ্ঠ উইকেটে সাঞ্জামুল ইসলাম ও নাসির হোসেন ৩৭ রান যোগ করে বিপর্যয় কিছুটা সামাল দেন। দলীয় ৮৩ রানে ১৮ রান করা সাঞ্জামুল বিদায় নিলে উইকেটে আসেন জিয়াউর রহমান।
এ দুই স্বীকৃত ব্যাটসম্যান সেট হয়ে মারার পরিকল্পনা আটছিলেন। কিন্ত তাদের থামিয়ে দেয় বৃষ্টি। বৃষ্টির আগে নাসির হোসেন ৫১ বলে ৩০ ও জিয়াউর রহমান ২১ বলে ৭ রানে অপরাজিত ছিলেন।
রুবেল হোসেন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম, মনির হোসেন ও নাজমুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এসকে/এমএমএস