ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ উইকেটের হারে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
১০ উইকেটের হারে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে ছবি:সংগৃহীত

ঢাকা: পুরো সিরিজটাই বাজে ভাবে কাটালো জিম্বাবুয়ে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হলো গ্রায়েম ক্রেমারের দল।

জিম্বাবুয়ের দেওয়া ১২৪ রানের টার্গেটে ২৮ ওভার এক বল হাতে রেখেই জয় তুলে নেয় অনভিজ্ঞ ভারতীয় দল।

 

এবারের জিম্বাবুয়ে সফরে একমাত্র অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছাড়া বাকি সবাই বলতে গেলে নতুন। তবে এক সময়ের প্রতাপশালী জিম্বাবুইয়ানদের কোন পাত্তাই দিলো না এশিয়ান জায়ান্টরা।

 

স্বল্প টার্গেটের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২১.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ভারত। ৭০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। আর ৬১ বলে ৭ চার ও এক ছয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন অভিষিক্ত ফাইজ ফাজাল।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১২৩ রানে সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ভুসি সিবান্দা। ২৭ রান করেন চামু চিবাবা। ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট তুলে নেন জসপ্রিত বুমরাহ। আর ২টি উইকেট পান যুভেন্দ্রা চাহাল।

আগামী ১৮ জুন থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।