ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আমলা-তাহিরে ধরাশায়ী ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আমলা-তাহিরে ধরাশায়ী ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: আমলা-তাহির নৈপুণ্যে আরেকটি বোনাস পয়েন্টের জয় পেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে ধরাশায়ীই হলো ওয়েস্ট ইন্ডিজ।

৩৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভার বাকি থাকতেই ২০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

১৩৯ রানের বিশাল জয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলে এক লাফে তিন থেকে এক নম্বরে উঠে গেছে দ. আফ্রিকা। হাশিম আমলার সেঞ্চুরির পর বল হাতে একাই সাত উইকেট নিয়ে ক্যারিবীয়দের ইনিংস ধসিয়ে দেন ম্যাচ সেরা ইমরান তাহির।

দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড বুকেও নাম লেখান তাহির। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের (৭/৪৫) পাশাপাশি দেশের হয়ে দ্রুততম সময়ে (৫৮ ম্যাচে) ১০০টি ওডিআই উইকেট প্রাপ্তির মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী এ লেগ স্পিনার।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একমাত্র জনসন চার্লস (৪৯) খানিকটা প্রতিরোধ গড়তে সক্ষম হন। তাহিরের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০৪ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। আগের ম্যাচে অস্ট্রেলিয়া ‘বধের’ নায়ক মারলন স্যামুয়েলস ফেরেন ২৪ রান করে। আন্দ্রে ফ্লেচার ২১, ড্যারেন ব্রাভো ১১, দিনেশ রামদিন ১১, কাইরন পোলার্ড ২০ ও জেসন হোল্ডার ১৯ রান করে আউট হন।

চার্লস ও রামদিনের উইকেট নেন বাঁহাতি স্পিনার তাবরিজ শামসি। ব্রাভোকে ক্লিন বোল্ড করেন ওয়েইন পারনেল। অর্থাৎ, দশ উইকেটের ৯টিই দখল করেন দুই স্পিনার তাহির ও শামসি।

সেন্ট কিটসে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েই যেন বড্ড ভুল করে ফেলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার! ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে শতক হাঁকিয়ে এ ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন হাশিম আমলা। তার ১১০ রানের ইনিংসে ছিল ১৩টি চারের মার।

উদ্বোধনী জুটিতেই ১৮২ রান (৩৩.১ ওভার) তুলে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আমলা ও কুইন্টন ডি কক (৭১)। ওয়ানডাউনে নামা ক্রিস মরিসের ব্যাট থেকে আসে ২৬ বলে ৪০। এবি ডি ভিলিয়ার্স ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ফাফ ডু প্লেসিস ৭৩ (৫০ বল) ও জেপি ডুমিনি ১০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৩৪৩।

আমলা ও ডি ভিলিয়ার্সের উইকেট লাভ করেন পোলার্ড। ডি ককের স্ট্যাম্প ভাঙেন জেরম টেইলর। মরিসের উইকেট নেন কার্লোস ব্রাথওয়েট।

রোববার (১৯ জুন) বার্বাডোজে নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন আমলা-ডি ভিলিয়ার্সরা। দু’দিন পর (২১ জুন) অজিদের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।