ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে না বিলি বাউডেনকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে না বিলি বাউডেনকে ছবি: সংগৃহীত

ঢাকা: বিলি বাউডেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচে দাঁড়িয়ে থাকতে পারেন! তাকে আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেল থেকে বাদ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ন্যাশনাল প্যানেলে বাউডেনের অবনমন হয়েছে।

ন্যাশনাল প্যানেল থেকে আন্তর্জাতিক-এ উন্নীত হয়েছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার শন হেইগ ও ক্রিস ব্রাউন। তৃতীয় আম্পায়ার হিসেবে যুক্ত হয়েছেন ওয়েইন নাইটস।

তবে কী আন্তর্জাতিক ম্যাচে বাউডেনের বাঁকানো ‍আঙুলের দৃশ্য আর দেখা যাবে না? আপাতত সেই সুযোগ নেই। মাঠে ‘অস্বাভাবিক আচরণের’ জন্য বহু বছর ধরেই ক্রিকেটের সবচেয়ে আলোচিত আম্পায়ারের নাম বাউডেন।

এর আগে ২০১৩ সালে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছিলেন ৫৩ বছর বয়সী এ অভিজ্ঞ আম্পায়ার। পরের বছর স্বদেশী টনি হিলের অবসরের পর তাকে পুনর্বহাল করা হয়। কিন্তু ২০১৫ সালে আবারও বাদ পড়েন।

এরপর থেকে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত থাকেন বাউডেন। এতদিন তার আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ ছিল। তবে ন্যাশনাল প্যানেলে অবনমন হওয়ায় এখন কেবল ঘরোয়া ক্রিকেট ও ‍নারী টিমের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।

আম্পায়ারিংয়ে ১৯৯৫ সালের মার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বাউডেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ৮৪ টেস্ট, ২০০ ওয়ানডে ও ২৪টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল: ত্রিস ব্রাউন, ওয়েইন নাইটস, শন হেইগ।

ন্যাশনাল প্যানেল: বিলি বাউডেন, ক্রিস ব্রাউন, টনি গিলিস, শন হেইগ, ফিল জোনস, ওয়েইন নাইটস, অ্যাশ মেহরোত্রা, টিম পারলেন, ডেরেক ওয়াকার।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।