ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রি টেস্টে কিংবদন্তি হ্যাডলির সতর্কতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
দিবা-রাত্রি টেস্টে কিংবদন্তি হ্যাডলির সতর্কতা ছবি:সংগৃহীত

ঢাকা: দিবা-রাত্রির টেস্টের মাধ্যমে সাদা পোশাকের ঐতিহ্যকে আবারও ফেরানো সম্ভব বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে ফ্লাড লাইটের নিচে এই ফরম্যাটটি নিয়ে যাতে বাড়াবাড়ি না করা হয় সে ব্যাপারে সতর্কতা করে দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি।

 

২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম দিবা-রাত্রি টেস্ট খেলে অস্ট্রেলিয়া। সেবার দর্শক জনপ্রিয়তার দিক দিয়ে বেশ সফলতা পায় ম্যাচটি। পরে অজিরা চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলাপি বলে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়।

এদিকে প্রোটিয়াদের পর ভারত ও পাকিস্তান দিবা-রাত্রির ম্যাচ খেলতে আগ্রহী হয়ে পড়েছে। পাকিস্তান ইতোমধ্যে আগামী ডিসেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলতে ‍রাজি হয়েছে।

এ প্রসঙ্গে সাবেক তারকা অলরাউন্ডার হ্যাডলি বলেন, ‘এই খেলাটি চেষ্টা করা যায়, এটি ভবিষ্যতের একটি খেলা। একটি সিরিজে একটি ম্যাচ হতে পারে। তবে আমি মনে করি বেশিরভাগ সমর্থকরা দিনের আলোতেই টেস্ট দেখতে পছন্দ করে। ’

তিনি আরও বলেন, ‘এই খেলাটি খেলতে হলে আগে প্রচুর অনুশীলন করতে হবে। আর উপমহাদেশের মতো জায়গায় রাতে শিশির একটা সমস্যা থাকে। তাই ব্যাপারটি নিয়ে আরও গভির ভাবে চিন্তা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৬ জুন, ২০১৬
এমএমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।