ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। তবে ইনজুরির কারণে শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে পাচ্ছে না স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরি আক্রান্ত হন আরভিন ও উইলিয়ামস। ওয়ানডে দলে থাকলেও বাদ পড়েছেন তিনাশে পানইয়াঙ্গারা, লুক জঙ্গউয়ি ও তেন্দাই চিশোরা। অভিষিক্ত অফস্পিন অলরাউন্ডার তাপিয়া মুফুজার সঙ্গে দলে ফিরেছেন পেয়েছেন ব্রায়ান চারি, ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্দা মুতোম্বোজি, তিমিচেন মারুমা ও চামু চিবাবা।
হারারেতে আগামী শনিবার (১৮ জুন) প্রথম টি-২০ মাঠে গড়াবে। তিন ম্যাচ সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ জুন।
জিম্বাবুয়ে স্কোয়াড: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, তেন্দাই চাতারা, চামু চিবাবা, এলটন চিগুম্বুরা, নেভিল মাদজিভা, তিমিচেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, তাপিয়া মুফুজা, তিনোতেন্দা মুতোম্বোজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তাওরাই মুজারাবানি, ভুসি সিবান্দা, ডোনাল্ড তিরিপানো, ম্যালকম ওয়ালার।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এমআরএম