ঢাকা: ওয়ানডেতে বিরাট কোহলির দ্রুততম সব রেকর্ড ভাঙা যেন অভ্যাসে পরিণত করেছেন হাশিম আমলা! আবারো এর পুনরাবৃত্তি করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং তারকা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্রুততম সময়ে ২৩টি ওয়ানডে শতক হাঁকিয়ে কোহলিকে পেছনে ফেলেছেন আমলা।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে আমলার ১১০ রানের অসাধারণ ইনিংসে ভর করে ৩৪৩ রানের স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। পরে অবশ্য আমলাকে ছাপিয়ে খবরের শিরোনাম হন ইমরান তাহির। একাই সাত উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ২০৪ রানে গুটিয়ে দেন ৩৭ বছর বয়সী এ লেগ স্পিনার।
আমলার ইনিংসটিতে ছিল ১৩টি চারের মার। ওডিআই ক্রিকেটে ১৩২ ইনিংসে এসে ২৩তম সেঞ্চুরির দেখা পান তিনি। তাতেই কোহলির রেকর্ডটি এখন অতীত। অবশ্য ভারতীয় ব্যাটিং জিনিয়াস বেশ পেছনেই পড়ে আছেন। কোহলির ২৩টি সেঞ্চুরি পূর্ণ করতে খেলতে হয়েছিল ১৫৭টি ইনিংস।
এদিকে, ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরিয়ানদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন ৩৩ বছর বয়সী আমলা। এ তালিকায় তার উপরে আছেন যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (২৪টি), কুমার সাঙ্গাকারা (২৫), কোহলি (২৫), সনাৎ জয়সুরিয়া (২৮), রিকি পন্টিং (৩০) ও শচীন টেন্ডুলকার (৪৯)।
এর আগেও কোহলির দ্রুততম কয়েকটি রেকর্ড ভেঙেছিলেন আমলা। তার মধ্যে অন্যতম দ্রুততম সময়ে ওয়ানডেতে ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করা। সামনে আমলা যদি আবারো কোহলিকে ছাড়িয়ে যান তবে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না!
রেকর্ডময় ইনিংস খেলে ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে শোভা পাচ্ছে আমলার নাম। চার ম্যাচে এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ৫৬.২৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২২৫। সমান ম্যাচে ১৮৬ রান করে দুইয়ে অস্ট্রেলিয়ার উসমান খাজা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এমআরএম