ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৈবাহিক জীবনে অহেতুক ঝামেলায় জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বৈবাহিক জীবনে অহেতুক ঝামেলায় জাদেজা

ঢাকা: শখের বশে ছবি তুলতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দেশটির সংরক্ষিত অঞ্চল গিরের সিংহদের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়েছেন এ তারকা অলরাউন্ডার ও তার স্ত্রী রিভা সোলানকি।

নিয়ম ভেঙে শুধু সেলফিই তুলেননি জাদেজা। সেটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। যা পরে ভাইরাল হয়ে ছড়িয়ে যায় পুরো বিশ্বে। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে।

জাদেজার বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারেন তিনি। ভারতের সংরক্ষিত এলাকা গিরে গিয়ে কোনো পর্যটক বন বিভাগের অনুমতি ছাড়া সেখানকার পশুদের ছবি তুলতে পারেন না।

এমনকি বন বিভাগের নিজস্ব গাড়ি থেকেও নামা নিষেধ সেখানে। তবে, জাদেজার তোলা ছবিতে দেখা যায়, সিংহদের অবাধ বিচরণের এলাকায় গাড়ি ছাড়া (সাফারি জীপ) দাঁড়িয়ে তিনি ও তার স্ত্রী একাধিক ছবি তুলেছেন।

জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে না থাকায় স্ত্রী সোলানকিকে নিয়ে গুজরাটের সংরক্ষিত এলাকা গিরে যান জাদেজা।

চলতি বছর ফেব্রুয়ারিতে মেকানিক্যাল ইঞ্জিয়ার রিভা সোলানকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাদেজা। বিয়ের আসরেও ‘গান ফায়ার’ বিতর্কে জড়ান তিনি।

বিয়ের বরযাত্রায় হইহুল্লোড় করতে গিয়ে জাদেজার আত্মীয়স্বজনরা আকাশে গুলি ছুড়েছিলেন। তিনি নিজেও খোলা তলোয়াড় নিয়ে রাস্তায় বিভিন্ন কসরত দেখাতে থাকেন। আইনসিদ্ধ না হওয়ায় তা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। বৈবাহিক জীবনের শুরুতেই ঝামেলায় পড়া জাদেজা এবার কী করবেন সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ১৭ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।