ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর ম্যাচ ‍এবার ‘আনলাকি’ ভেন্যু মিরপুরে!

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
আবাহনীর ম্যাচ ‍এবার ‘আনলাকি’ ভেন্যু মিরপুরে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ‘লাকি ভেন্যু’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। বাংলাদেশের অনেক বড় বড় সাফল্যের সাক্ষী এ মাঠটি।

অথচ এ মাঠটিই ‘আনলাকি’ আবাহনী লিমিটেডের জন্য! প্রিমিয়ার লিগে রয়েছে আবাহনীতে জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার। অথচ তাদের নিয়েই এ মাঠে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তামিম ইকবালের দল!

 

এ কারণে নিরাপদ অভয়ারণ্য বিকেএসপিতে আবাহনীকে টানা ছয়টি ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সঙ্গে ছিল আম্পায়ারিং ফেভার। যা কাজে লাগিয়ে সুপার লিগ নিশ্চিত তো করেছেই, শিরোপার রেসেও টিকে রয়েছে আবাহনী।

সাত ম্যাচ পর এবার মিরপুরে সুপার লিগের ম্যাচ খেলতে নামছে তামিম বাহিনী। তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুরে তিন ম্যাচ খেলে তারা জিতেছে দুটিতে। ম্যাচটিা ‘আনলাকি ভেন্যু’ মিরপুরে তাই কিছুটা ব্যাকফুটে আবাহনী। সুপার লিগের তৃতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচটি শুরু সকাল ৯টায়।

হোম অব ক্রিকেটে কেন আবাহনী জ্বলে উঠতে পারে না-সেটি বড় এক প্রশ্নই বটে। এখানে মিডিয়ার চোখ বেশি থাকায় কি চাপে ভোগেন আবাহনীর ক্রিকেটাররা? এটি হলে তো বাংলাদেশ দলের জন্য অশনিসংকেত। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার যে এবার আবাহনীতে।

আরেকটি কারণ হতে পারে আম্পায়ারিং। বিকেএসপি কিংবা ফতুল্লায় ম্যাচ হলে আম্পায়াররা দলটির পক্ষে যতটা  সহজে সিদ্ধান্ত দিতে পারেন, মিরপুরে সেটি পারেন না। অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ এ মাঠটিতে ‍হওয়ায় কি বাজে সিদ্ধান্ত দিতে আম্পায়ারদের বিবেকে বাধে! তাছাড়া গোটা পঞ্চাশেক সংবাদকর্মী, শ’ দুয়েক দর্শকের সামনে উল্টা-পাল্টা সিদ্ধান্ত দেওয়ার সাহস দেখানো তো দুঃসাহসের পর্যায়েই পড়ে। মিরপুরে আবাহনীর ব্যর্থতার কারণ হয়তো এটিই।

তাই বলে মিরপুরে কালকের ম্যাচে আম্পায়ারিং শুদ্ধ হবে-সে আশায় বসে থাকা নেহাত বোকামি ছাড়া কিছু নয়। মিরপুরে কাল ব্যর্থতার পরিচয় দিলে শিরোপার স্বপ্ন ভেঙে যেতে পারে আবাহনীর। পয়েন্ট টেবিলের সমীকরণ তাই-ই বলছে। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মুমিনুল হক, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরীদের ভিক্টোরিয়া স্পোর্টিং।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদের মতো  তারকাসমৃদ্ধ আবাহনীর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের সঙ্গে উভয় দলের ১৩তম ম্যাচটি তামিম-কাণ্ডে স্থগিত হয়ে রয়েছে। ওই ম্যাচটি মাঠে গড়ালে (যেখানে শেষ হয়েছে সেখান থেকে) দোলেশ্বরের দিকেই ঝুলে থাকবে। ওই ম্যাচের পয়েন্ট আবাহনী না পেলে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়ার দিকেই তাকিয়ে থাকবে শিরোপা। এজন্য কোনোভাবেই ভিক্টোরিয়ার বিপক্ষে হারতে চাইবে না আবাহনী।
   
শিরোপার পথে এগিয়ে থাকা লিজেন্ড অব রূপগঞ্জের ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট। বিকেএসপির তিন নম্বর মাঠে আগামীকাল রুপগঞ্জের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। সৌম্য সরকার, মোশাররফ রুবেল, আবু হায়দার রনিদের রূপগঞ্জ কাল সাব্বির রহমান, রুবেল হোসেন, শুভাগতদের প্রাইম ব্যাংককে হারিয়ে দিলে শিরোপার পথে আরও এগিয়ে যাবে তারা।   এজন্য নিজেদের জয় আর রূপগঞ্জের হার প্রত্যাশা করতে হবে আবাহনীকে।

লিগপর্বের ম্যাচে ভিক্টোরিয়াকে ৯ রানে হারিয়েছিল আবাহনী। এ জয়টি কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে আবাহনী শিবিরে। তবে  ফতুল্লায় সে ম্যাচেও বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ ছিল। ম্যাচটিতে ভিক্টোরিয়ার শেষের তিন ব্যাটসম্যান হয়েছিলেন এলবিডব্লুউ। ২২২ রানের জয়ের লক্ষ্যে শেষের দিকে চমৎকার ব্যাট করতে থাকা সোহরাওয়ার্দী শুভকে (৪৫) দেয়া এলবিডব্লুউ’র সিদ্ধান্তটি ছিল চরম বিতর্কিত।

চলমান লিগে ‍সাতটি ম্যাচে বিকেএসপিতে খেলেছে আবাহনী। যার মধ্যে রয়েছে সর্বশেষ ছয় ম্যাচ। বিকেএসপির ‍আলো-বাতাসে অভ্যস্থ হয়ে পড়া আবাহনী কি পারবে মিরপুরে ভিক্টোরিয়াকে হারাতে?  সিসিডিএম অবশ্য ‍চাইবে দেশের এতিহ্যবাহী ক্লাব আবাহনীই ম্যাচটি জিতুক। হারলে মিরপুরে ম্যাচ দেয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ না জমা পড়ে সিসিডিএমে! এবারের লিগে যত নাটক হচ্ছে তাতে আরেকটু নাটক হলে দোষের কি-ই-বা হবে?

তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ১৩ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৪। আবাহনীর সঙ্গে একটি ম্যাচ স্থগিত হওয়ায় ১২ ম্যাচে দোলেশ্বরের পয়েন্ট ১৪। হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে সবগুলো ম্যাচেই। কালকের পর সুপার লিগের ছয় দল পাবে দুটি করে ম্যাচ। এর মধ্যেই মেলাতে হবে সব হিসেব। শেষ দিকে চলে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগ। চলছে শেষের হিসেব মেলানোর কাজ। টেবিলে না হয়ে হয়তো মাঠের খেলাতেই হবে শেষ হিসেবেটা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ১৭ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।