ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংলিশদের ক্যারিবীয় সফর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংলিশদের ক্যারিবীয় সফর বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৭ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির ‍আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রস্তুতি সারতে যাচ্ছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে অ্যান্টিগায় দুটি ও বারবাডোজে একটি ওয়ানডে খেলবে ইয়ন মরগানরা।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশরা স্বাগতিক দেশ হলেও ৠাংকিংয়ের নিচের দল হওয়ায় সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ২২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দেওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। ২৫ ও ২৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩ ও ৫ মার্চ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলবে। আর ৯ মার্চ বারবাডোজের কেনিংটন ওভালে শেষ ওয়ানডেতে নামবে ইংলিশরা।

এর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৪ সালে সীমিত ওভারের সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেবার অ্যান্টিগায় তিন ম্যাচের ওয়ানডের পর বারবাডোজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দু’দল।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।