ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ বছর পর টেস্ট আয়োজনে বুলাওয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
পাঁচ বছর পর টেস্ট আয়োজনে বুলাওয়ে ছবি:সংগৃহীত

ঢাকা: প্রায় পাঁচ বছর পর বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে যাবে নিউজিল্যান্ড।

আগামী ২৮ জুলাই ও ৬ আগস্ট দুটি টেস্টই অায়োজন করবে বুলাওয়ে।

 

বুলাওয়ে সর্বশেষ ২০১১ সালে সাদা পোশাকের ম্যাচ আয়োজন করেছিল। সেবারও জিম্বাবুয়ের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিউইরা সেই ম্যাচটিতে রোমাঞ্চকরভাবে ৩৪ রানের জয় তুলে নেয়।

স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। যেখানে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলেছে। এছাড়া এই ভেন্যুতে চারটি টি-টোয়েন্টি ও দুটি চার দিনের ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল।

নিউজিল্যান্ড চলতি বছর আফ্রিকায় গুরুত্বপূর্ণ সফর করবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে তারা প্রোটিয়া সফরেও যাবে। যেখানে এবি ডি ভিলিয়ার্সদের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে কিউইরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।