মিরপুর থেকে: বলের আঘাতে আহত ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাট করার সময় আবাহনীর পেসার তাসকিন আহমেদের বলে মাথার নিচের অংশে আঘাত করলে মাঠ ছাড়েন শুভ।
সেখানে সিটিস্ক্যান ও এমআরই করানো হয়। শুভর শারীরিক অবস্থা নিয়ে দেবাশীষ চৌধুরী জানান, ‘বলের আঘাত পাওয়ার পর সোহরাওয়ার্দী শুভকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমাদের একজন চিকিৎসকও সার্বক্ষনিকভাবে সঙ্গে ছিলেন। তার সিটিস্ক্যান ও এমআরই রিপোর্টে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নেই। এ মুহূর্তে স্বাভাবিক আছে। তবে আশংকা করা হচ্ছে ঘাড়ের সার্ভাইকাল ভাটিকাতে ছোট একটা চিড় থাকতে পারে। তবে সেটি ততটা গুরুতর নয়। ’
শনিবার (১৮ জুন) সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের বিপর্যয়ে নেমে হাল ধরেন শুভ। ভালোই ব্যাট করে যাচ্ছিলেন। কিন্তু তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ঘটে দুর্ঘটনাটি। তাসকিনের গতিসম্পন্ন বাউন্সার আঘাত হানে এ বাঁহাতি ব্যাটসম্যানের হেলমেটের ঠিক নিচে ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দী শুভ। এরপর স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে আসা হয়। পরে তাকে নেয়া হয় হাসপাতালে।
কয়েকদিন ধরেই সাংবাদিকদের মাঝে আলোচনা হচ্ছিলো মিরপুরের উইকেট নিয়ে। কিছু বল নিচু, আবার কিছু বল অতিরিক্ত উঁচুতে আসছিল। উইকেটের এমন আচরণের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে মনে হচ্ছে। অনেক চেষ্টার পরও নিজেকে বলের লাইন থেকে সরাতে পারেননি শুভ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৮ জুন ২০১৬
এসকে/এমআরপি
** বলের আঘাতে আহত সোহরাওয়ার্দী শুভ