ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষেই রইলো রূপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
শীর্ষেই রইলো রূপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে প্রাইম ব্যাংকের দেয়া ২২৩ রানের সহজ লক্ষ্য ৫ উইকেট হারিয়ে আর ১৯ বল হাতে রেখে টপকে যায় রূপগঞ্জ।

 

জয়ের ধারা অব্যাহত রেখে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো মোশাররফ হোসেন রুবেলের দল।

এ ম্যাচে রূপগঞ্জকে সহজেই জয় পাইয়ে দেয় তাদের টপঅর্ডার। মোহাম্মদ মিঠুন (৫০), আসিফ আহমেদ (৫১) ও নাহিদুল ইসলামের অর্ধশতকে (৬৪) সহজেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। ওপেনার সৌম্য সরকার ৪৬ বলে ৪৭ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন।

শুভাগত হোম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম, মনির হোসেন, তাইবুর রহমান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রান তোলে প্রাইম ব্যাংক। মাঝারিমানের পুঁজি পেতে ব্যাট হাতে ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান। ৯৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে রান আউটের শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান। তাইবুর রহমান ৩৫, শুভাগত হোম ৩২ ও উন্মুখ চাঁদ ৩০ রান করেন।

পবন নেগি নেন দুটি উইকেট। আলাউদ্দিন বাবু, তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৮ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।