ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের বিপক্ষে লঙ্কানদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আইরিশদের বিপক্ষে লঙ্কানদের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কুশল পেরেরা, সেকুজে প্রসন্ন আর সুরাঙ্গা লাকমলের দুর্দান্ত পারফর্মে দ্বিতীয় ওয়ানডেতেও জিতলো সফরকারী শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডকে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

ফলে, দুই ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ তে জিতলো অ্যাঞ্জেলো ম্যাথুজ বাহিনী।

ডাবলিনে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৭৭ রান। জবাবে, ৪৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে আইরিশরা তোলে ২৪১ রান।

লঙ্কানদের হয়ে ওপেনার কুশল পেরেরা ১২৮ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি চারের পাশাপাশি দুটি ছক্কার মার। আরেক ওপেনার গুনাথিলাকা রান আউট হওয়ার আগে ৬৩ রান করেন। তিন নম্বরে নামা সেকুজে প্রসন্ন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন। মাত্র ৪৬ বলে করেন ৯৫ রান। শতক বঞ্চিত হওয়ার এই লঙ্কানের ইনিংসে ছিল ৫টি চার আর ৯টি ছক্কার মার।

এছাড়া মাহারুফ ২৯ আর দলপতি ম্যাথুজ ২৪ রান করে বিদায় নেন। আইরিশদের হয়ে তিনটি উইকেট দখল করেন মুরতাগ।

৩৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আইরিশ দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ৮ এবং পল স্টারলিং ২২ রান করে বিদায় নেন। ৩৪ রান আসে জন অ্যান্ডারসনের ব্যাট থেকে। পয়েন্টার করেন ৩৬ রান। আর অ্যান্ডি ম্যাকব্রাইন করেন ইনিংস সর্বোচ্চ ৭৯ রান।

লঙ্কানদের হয়ে সুরাঙ্গা লাকমল ১০ ওভারে ৩৮ রান খরচায় দখল করেন সর্বোচ্চ চারটি উইকেট।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।