ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরও চান ফিক্সারের আজীবন নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আমিরও চান ফিক্সারের আজীবন নিষেধাজ্ঞা মোহাম্মদ আমির-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে ক্রিকেটে ফেরা পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির বর্তমানে টেস্ট ক্রিকেটে ফিরতেও প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি প্রতিভাবান এ বোলার নিজেও স্বীকার করেছেন, যারা ম্যাচে ফিক্সিং করে, তাদের আজীবন নিষেধাজ্ঞা পাওয়া উচিৎ।

২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একটি ‘নো’ বল করে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। সেবার তার সঙ্গে আরও জড়িত ছিলেন সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। পরে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান আমির। আর এ কারণে জেলও খাটতে হয় তাকে।

কিছুদিন আগে ফিক্সারদের সমালোচনা করে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছিলেন, আজীবন নিষেধাজ্ঞাই ফিক্সারদের শেষ পরিণতি হওয়া উচিৎ। এবার কুকের সঙ্গে ঠোট মেলালেন খোদ আমিরই।

এক সাক্ষাৎকারে আমির জানান, যদি ফিক্সাররা আজীবন নিষেধাজ্ঞা পায়, তবে পরবর্তী জেনারেশন আর এমন অপরাধ করার সাহস পাবে না।

যেই লর্ডস থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন আমির আবার সেই স্টেডিয়ামেই প্রত্যার্বতন হচ্ছে তার। আর ক’দিন পরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি দেবে পাকিস্তান। যেখানে চার ম্যাচের টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। আগামী ১৪ জুলাই লর্ডসে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।