ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি, ধাওয়ানদের পাওনা মেটালো ডিডিসিএ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
কোহলি, ধাওয়ানদের পাওনা মেটালো ডিডিসিএ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডবে রানের পাল্লা দিনে দিনে বেড়েই চলেছে। সেই সঙ্গে বেড়ে চলেছে তার আয়ের পরিমান।

বিভিন্ন নামী কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ কোহলির কাছে বর্তমানে এক লাখ ৭৬ হাজার ভারতীয় রুপি কোনো ব্যাপারই না! তবে, এই অর্থ তাকে দিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

বিভিন্ন সংবাদমাধ্যমে কোহলির আয় নিয়ে মতপার্থক্য থাকলেও ধারণা করা হয় প্রতি মিনিটে তার আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার রুপি!

২০১৩ সালে দিল্লির হয়ে এনকেপি স্ল্যাভ চ্যালেঞ্জার্স ট্রফিতে খেলা কোহলিকে পাওনা হিসেবে এক লাখ ৭৬ হাজার ভারতীয় রুপি মিটিয়ে দিয়েছে ডিডিসিএ। তিন বছর আগের পাওনা মিটিয়ে দেওয়া প্রসঙ্গে ডিডিসিএ কর্তৃপক্ষ জানায়, যদিও আমাদের কাছে কোনো ক্রিকেটার তাদের পাওনা নিয়ে অভিযোগ করেননি, তারপরও আমরা তিন বছর আগের বিলগুলো ক্রিকেটারদের মিটিয়ে দিয়েছি। অ্যাসোসিয়েশনের উদ্বৃত্ত অর্থ থেকে এ অর্থ পরিশোধ করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিজস্ব অ্যাকাউন্টে ক্রিকেটারদের পাওনার অর্থ দেওয়া হয়েছে।

শুধু কোহলিই নন, গত ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে খেলা ভারতের ওপেনার শিখর ধাওয়ানকেও তার পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। পাওনা হিসেবে ধাওয়ান পেয়েছেন ভারতীয় মুদ্রায় ২ লাখ ৩৭ হাজার ছয়শো রুপি।

এছাড়া, ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেওয়াগ ২০১৪-১৫ মৌসুমে দিল্লির হয়ে খেলার কারণে পাওনা হিসেবে পেয়েছেন ৯ হাজার ভারতীয় রুপি। আরেক বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর পেয়েছেন সাড়ে চার হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।