ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১৯ পর্যন্ত টাইগারদের কোচ হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
২০১৯ পর্যন্ত টাইগারদের কোচ হাথুরুসিংহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন চান্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৪ সালের মে মাসে টাইগারদের দায়িত্ব নেন হাথুরুসিংহে। সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষে শেন জার্গেনসনের স্থলাভিষিক্ত হন এই লঙ্কান। তার অধীনে বাংলাদেশের ক্রিকেট নতুন এক উচ্চতায় উঠে।

প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে ৠাংকিংয়ের সাত নম্বরে তোলেন হাথুরুসিংহে। তার পারফরমেন্সে খুশি হয়েই বিসিবি তাকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত রেখে দিচ্ছে।

লঙ্কান এই কোচের অধীনে টি-টোয়েন্টির এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। ভারতের মাটিতে টি-টোয়েন্টির বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন তামিম-সাকিব-মাশরাফি-মুস্তাফিজ-মুশফিক-সাব্বিররা। টেস্টেও তার শিষ্যরা উন্নতির ছাপ রেখেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহের অধীনে টাইগাররা কোয়ার্টার ফাইনালে খেলেছে। বিশ্বকাপের পর ঘরের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েকে সিরিজ হারায় টাইগাররা।

৩০ জুন বিসিবির সাথে হাথুরুসিংহের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগে টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিক নিজের চুক্তির মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব ছেড়ে দেন। তবে, হাথুরুসিংহের সঙ্গে ২০১৯ পর্যন্ত থাকছেন ফিল্ডিং কোচ হ্যালসেল এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।