ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে শীর্ষ দুই দলের লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বিকেএসপিতে শীর্ষ দুই দলের লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দল লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড মুখোমুখি হচ্ছে আগামীকাল (২০ জুন)। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হবে সুপার লিগের চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ এ ম্যাচটি।

 

তৃতীয় রাউন্ড শেষে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। রূপগঞ্জ জয় পেলে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটির। তারপরও অবশ্য শেষ রাউন্ডের (পঞ্চম) দিকেই তাকিয়ে থাকতে হবে শিরোপার রেসে থাকা দলগুলোকে।

চতুর্থ রাউন্ডের অপর দুই ম্যাচে মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় ভিক্টরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আগামীকালের তিন ম্যাচের ফলাফলে লিগের শিরোপার স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।  

পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মূলত চারটি ক্লাবের মধ্যেই চলছে শিরোপার লড়াই। শনিবার (১৮ জুন) তৃতীয় রাউন্ডের ম্যাচে হেরে শিরোপা-স্বপ্ন শেষ হয়ে গেছে মোহামেডান ও প্রাইম ব্যাংকের।

শিরোপার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি। ম্যাচটি কেন স্থগিত হলো সেটির তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকু, ডিসিপ্লিন্যারি কমিটি থেকে শেখ সোহেল, টেকনিক্যাল কমিটি থেকে আতাহার আলী খান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

এখন থেকে ৭২ ঘণ্টা (তিন দিন) পর রিপোর্ট দেখে ম্যাচটি নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।