ঢাকা: প্রথম টি-টোয়েন্টিতে দুই রানের ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে সফরকারী ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে স্বাগতিক জিম্বাবুয়েকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে স্বাগতিক জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান সংগ্রহ করে। জবাবে, ১৩.১ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ভারত।
ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ে নাকাল হয়ে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান বড় স্কোর দাঁড় করাতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন উইকেটরক্ষক পিটার মুর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে। এছাড়া চিবাভা ১০, মাসাকাদজা ১০ আর তিরিপানো ১১ রান করেন।
ভারতের হয়ে এ ম্যাচে অভিষেক ঘটে ধাওয়াল কুলকার্নি ও বারিন্দ্রার স্রানের। অভিষেক ম্যাচেই দারুণ বল করেন স্রান। ভারতীয় কোনো বোলারের অভিষেক ম্যাচে এটিই সেরা বোলিং ফিগার। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় চারটি উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ১১ রানের বিনিময়ে তিনটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ।
মাত্র ১০০ রানের টার্গেটে খেলতে নামেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মানদীপ সিং। রাহুল ৪০ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন আর ৪০ বলে ৫২ রান করে মানদীপ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
১০ উইকেটের বড় জয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই প্রথমবার।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২০ জুন ২০১৬
এমআরপি