ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার যৌথভাবে ক্রীড়ার তিন সংগঠনের ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
প্রথমবার যৌথভাবে ক্রীড়ার তিন সংগঠনের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের তিন সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এবারই প্রথম যৌথভাবে ইফতারের আয়োজন করলো দেশের ক্রীড়ার এই তিন সংগঠন।

সোমবার (২০ জুন) রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের ক্রীড়ার প্রবীন ও নবীন সাংবাদিক এবং লেখকদের পদচারণায় মুখরিত হয় সন্ধ্যাটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো: সালাহউদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ২০ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।