ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-সৌরভদের পরীক্ষায় শাস্ত্রী-কুম্বলেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
শচীন-সৌরভদের পরীক্ষায় শাস্ত্রী-কুম্বলেরা রবি শাস্ত্রী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মঙ্গলবার (২১ জুন) ভারতীয় দলের কোচের পদের জন্য ইন্টারভিউ দেবেন রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও সন্দীপ পাটিলরা। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ও ভিভিএস লক্ষনের টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সামনে পরীক্ষা দিতে হবে সাবেক এই ক্রিকেটারদের।

ভারতের এই তিনজনকে ছাড়াও যারা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যেও অনেকেরই এদিন পরীক্ষার সম্মুখিন হতে পারেন। বিসিসিআই এর পক্ষ থেকে ৫৭ জনের থেকে ২১ জনের তালিকা বানিয়ে কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। তবে শচীন লন্ডন থেকে টেলি কনফারেন্সে অংশগ্রহন করবেন।

বিসিআই কর্মকর্তা সঞ্জয় জাগদালে এ ব্যাপারে  জানিয়েছেন, দু’তিন জন এগিয়ে রয়েছেন এই তালিকায়। তবে সেই তালিকায় কারা রয়েছেন সেটা জানা যায়নি। কিন্তু বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী কোচের পদে দেখা যেতে পারে সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।