ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্কার জিতলেন শেওয়াগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
অস্কার জিতলেন শেওয়াগ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশেষ পুরস্কার হিসেবে অস্কার জিতেছেন ভারতীয় সাবেক ওপেনার বিরেন্দর শেওয়াগ। তবে, এই পুরস্কার কোনো ছবিতে অভিনয় করে নয়, বীরু এই অস্কার জিতেছেন তার দুই ছেলে আরিয়ার এবং ভেদান্তের বদৌলতে।

বাবা দিবসের শ্রেষ্ঠ বাবা হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে শেওয়াগকে।

বাবা দিবস উপলক্ষে তার দুই ছেলে বাবাকে এই পুরস্কার দিয়েছে। ছেলেদের পক্ষ থেকে শেওয়াগকে দেওয়া ট্রফিটি দেখতে হুবহু অস্কারের ট্রফির মতোই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ট্রফির ছবি টুইট করেছেন শেওয়াগ।

ছবির ক্যাপশন শেওয়াগ লিখেছেন, ‘শ্রেষ্ঠ বাবার জন্য এই অস্কার পেলাম আরিয়াভীর ও ভেদান্তের পক্ষ থেকে। আমি সত্যিই ধন্য যে, তাদের আমার জীবনে পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২১ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।