ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘স্থগিত’ ম্যাচ নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
‘স্থগিত’ ম্যাচ নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার লিগের আবাহনী-প্রাইম দোলেশ্বর স্থগিত ম্যাচটির তদন্তে চার সদস্যের কমিটি বিসিবি কার্যালয়ে আলোচনায় বসে মঙ্গলবার (২১ জুন)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট বিসিবিতে জমা দিতে হবে তাদের।

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তদন্তের আরও কিছু কাজ এখনও বাকি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকু।

 

গত ১২ জুন বিকেএসপিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের গুরুত্বপূর্ণ এ ম্যাচটি ঠিক কি কারণে স্থগিত হয়েছিল সেটি বিসিবির কাছে অস্পষ্ট মনে হওয়ায় পুরো বিষয়টি জানতে ৭২ ঘণ্টা সময় দিয়ে চার সদস্যের একটি কমিটি করে দেয় বিসিবি।

কমিটির সদস্যরা হলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকু, ডিসিপ্লিন্যারি কমিটির শেখ সোহেল, টেকনিক্যাল কমিটি থেকে আতাহার আলী খান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

ঘটনা তদন্তে মঙ্গলবার (২১ জুন) আবাহনী অধিনায়ক তামিম ইকবাল, ওই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার, ম্যাচ রেফারি মন্টু দত্ত ও লিগের আয়োজক-সিসিডিএমের সদস্য সচিব রকিব হায়দার পাভেলকে ডেকেছিল কমিটি।

প্রায় সাড়ে চার ঘণ্টার আলোচনা শেষে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে নাজমুল করিম টেংকু জানান, ‘আমরা সবাই নিরপেক্ষ থেকেই তদন্তটা করছি। আম্পায়ার অর্গানাইজার এবং সিসিডিএম-যারা জড়িত আছেন তাদের সবার সাথে কথা বলবো। কিছু অনুসন্ধান বাকি আছে, সেটি আগামীকাল সম্পন্ন করা হবে। সবকিছুই কালকে আপনারা জানতে পারবেন। তবে সিদ্ধান্ত তো আমরা দেব না। সিদ্ধান্ত দেবে ক্রিকেট বোর্ড। ’

এদিকে আগামীকাল মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী শিরোপাজয়ী দল নির্ধারণে স্থগিত ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তদন্তের রিপোর্ট ও সিদ্ধান্ত শিরোপা জয়ে বড় ভূমিকা রাখবে। লিগের শুরু থেকে বিভিন্নভাবে সিসিডিএম ও বিসিবির সহযোগিতা পেয়ে এসেছে আবাহনী। কালকের সিদ্ধান্ত গ্রহণ সত্যিই কি স্বচ্ছ হবে-এমন প্রশ্ন উঠেছে।

তবে রকিবুল হাসান জানান, ‘আমরা সবাই নিরপেক্ষ থেকেই তদন্তটা করেছি। সিদ্ধান্ত শিরোপা নির্ধারণে কার পক্ষে-বিপক্ষে গেল সেটি আমরা মাথায় রাখছি না। আমরা আমাদের কাজ করছি। ৭২ ঘণ্টার মধ্যে আমরা রিপোর্ট জমা দেব। ’

সূত্রমতে তদন্তের যথেষ্ট অগ্রগতি হলেও আগামীকাল দুপুর ২টা পর্যন্ত কমিটির রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে। ২টার মধ্যে রির্পোট বিসিবিতে জমা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে কমিটি। তদন্তের অগ্রগতিতে আগামীকাল বেলা ১২টায় প্রাইম দোলেশ্বরের ক্রিকেটার নাসির হোসেনকে ডাকা হবে বলে জানা গেছে। অথচ আগামীকাল সকাল ৯টায় বিকেএসপিতে নাসিরের দলের ম্যাচ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। তদন্তের  স্বার্থে গুরুত্বপূর্ণ ম্যাচটি ছেড়ে দেবেন নাসির? কাল সকালেই এর উত্তর জানা যাবে।

গত ১২ জুন বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর সমর্থকদের গালিগালাজের মুখে মাঠ ছাড়েন আম্পায়াররা। পরে ডাকওয়ার্থ-লুইসে নির্ধারিত লক্ষ্যে খেলতে অস্বীকৃতি জানায় প্রাইম দোলেশ্বর। গণ্ডগোলে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ।

শিরোপা জয়ের রেসেও আছে দল দুটি। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২১ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।