ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের হারিয়ে ফাইনালে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ক্যারিবীয়দের হারিয়ে ফাইনালে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: মারলন স্যামুয়েলসের ১২৫ রানের অসাধারণ ইনিংসটি বৃথাই গেল। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ২৮৩ রানের লক্ষ্যটা ছয় উইকেট হাতে রেখে আট বল বাকি থাকতেই টপকে যায় অস্ট্রেলিয়া।

দুর্দান্ত জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে অজিরা।

দলীয় ৩৫ রানে দুই ওপেনার উসমান খাজা (১৭) ও অ্যারন ফিঞ্চের (১৬) উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখেই পড়ে সফরকারীরা। তবে দলের হাল ধরে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

জর্জ বেইলির (৩৪) সঙ্গে ৬৪ ও চতুর্থ উইকেটে মিচেল মার্শের সঙ্গে ১২২ রানের জুটি গড়ে রান আউট হয়ে বিদায় নেন স্মিথ (৭৮)। ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মার্শ (৭৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (২৬ বলে ৪৬)। কার্লোস ব্রাথওয়েট, সুলেমান বেন ও শ্যানন গ্যাব্রিয়েল একটি করে উইকেট লাভ করেন।

এর আগে বার্বাডোজে টস হেরে ব্যাটিংয়ে নামা ও. ইন্ডিজ ৩১ রান তুলতেই তিন উইকেট হারায়। দিনেশ রামদিনকে (৯১) সঙ্গে নিয়ে ১৯২ রানের পার্টনারশিপ গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্যামুয়েলস।

ইনিংসের শেষ বলে আউট হন স্যামুয়েলস। ক্যারিয়ারের দশম ওয়ানডে শতকের দিনে ১৩৪ বলে ১২৫ রানের ইনিংসে উপহার দেন তিনি। এতে ছিল ১৪টি চার ও দু’টি ছক্কার মার। কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ২০। নির্ধারিত ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ২৮২।

অজিদের হয়ে মিচেল স্টার্ক তিনটি, জেমস ফকনার ও স্কট বোল্যান্ড দু’টি করে আর জস হ্যাজেলউড একটি উইকেট নেন।

ম্যাচ হারলেও ম্যাচ সেরার পুরস্কার ওঠে স্যামুয়েলসের হাতে।

ফাইনাল নিশ্চিতে ক্যারিবীয়দের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে। শুক্রবার (২৪ জুন) একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। ফাইনাল ২৬ জুন।

পয়েন্ট টেবিলে প্রোটিয়াদের (১২) সঙ্গে স্বাগতিকদের পয়েন্টের পার্থক্য ৪। তাই ক্যারিবীয়দের এ ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই। নেট রান রেটে যে তারা বেশ পিছিয়ে। দু’দলের নেট রান রেট যথাক্রমে +০.৬৯৭, -০.৯৮৮।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।