ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ২০০!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
সাকিবের ২০০! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: ব্যাটে-বলে পারফরম্যান্স দেখিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে পারফরম্যান্স করে নতুন নতুন মাইলফলকে পৌঁছান এ ক্রিকেটার।

তবে আজ আর পারফরম্যান্সের গল্প নয়। সাকিব পাঁ রেখেছেন ক্যারিয়ারের ২০০তম লিস্ট ‘এ’ ম্যাচে।  

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কেবল মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহর ২০০ কিংবা তার বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার এই দলে নাম লেখালেন সাকিব।

বুধবার (২২ জুন) মিরপুরে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে নিজের ২০০তম ম্যাচটি খেলতে ব্যাটিংয়ে নেমেছেন আবাহনীর এ ক্রিকেটার। দলীয় ২৭০ রানে দলের চার উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন সাকিব।
 
এ ম্যাচে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের সংগ্রহ ৫৪৭৪ রান। ৩৭টি অর্ধশতক ও ৬টি শতক রয়েছে তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে।

বল হাতে নিয়েছেন ২৬৬টি উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন দু’বার। ক্যারিয়ার সেরা বোলিং চলতি প্রিমিয়ার লিগেই। বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে সুপার লিগের ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।