ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি করে শীর্ষে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
সেঞ্চুরি করে শীর্ষে তামিম ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুরে থেকে: প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার হওয়ার পথে অনেকেই হেটেছেন। তবে এ তালিকায় অনেক দূরেই ছিল তামিম ইকবালের নাম।

বুধবার (২২ জুন) শের-ই-বাংলা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৪২ রানের চোখ জুড়ানো ইনিংস খেলে রান সংগ্রহে সবার ওপরে উঠলেন তামিম।  

১৫ ম্যাচে আবাহনী অধিনায়কের সংগ্রহ  ৭১৪ রান।  ১৩২ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১৪২ রান করে উন্মুখ চাঁদের বলে ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম। চলতি লিগে তামিমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি আসে লিগ পর্বের ম্যাচে সিসিএসের বিপক্ষে। বিকেএসপিতে ওই ম্যাচে তামিম ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি।

মিরপুরে তামিমের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে আবাহনী। প্রাইম ব্যাংককে ৩১৭ রানে টার্গেট দিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। বড় সংগ্রহে তামিমের সঙ্গে অবদান রাখেন তরুণ তুর্কি মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।